You are viewing a single comment's thread from:

RE: কবিতা আবৃত্তি// কবি কাজী নজরুল ইসলামের "পাপ" কবিতাটির আবৃত্তি।

in আমার বাংলা ব্লগ3 years ago

দুই ভাইয়ের মাঝে বেশ মিল আছে তো দেখা যায়। আজকে আমি নিজেও কবিতা আবৃত্তি পোস্ট করব একটা 🤗😊। কবি কাজী নজরুল ইসলামের অনেক বিখ্যাত একটা কবিতা পাপ। আমি নিজেও এই কবিতার আবৃত্তি শুনেছি ইউটিউবে। বেশ ভালো একটা চেষ্টা ছিল আপনার গলাতেও। আমি সাহিত্যের ব্যাপারে খুব ভালো বুঝিনা, আবৃত্তি ও সেভাবে পারি না, তবু ছোট ভাই হিসেবে ছোট দুটি কথা বলি ,, কোন কবিতা আবৃত্তি করার আগে বেশ কয়েকদিন ধরে শুনবেন এবং লেখাটা সামনে নিয়ে পড়বেন। যাতে করে কোন শব্দ জড়তায় আটকে না যায়। আর আবৃত্তি করার সময় একটু আফস এন্ড ডাউন রাখবেন গলার ভয়েসে। আমার মনে হয় তাহলে ব্যাপারটা আরো অনেক সুন্দর ফুটে উঠবে।
সম্পূর্ণ আমার নিজের মতামতটুকু দিলাম ভাই। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।

Sort:  
 3 years ago 

আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে। তবে এটা সত্য যে আজ তিন চারদিন ধরে এই কবিতাটি অনেকবার আবৃত্তি করেছি শুধুমাত্র আটকে না যাওয়ার জন্য
তারপরও আমি মনে করি কবিতাটি অনেকটা কঠিন শব্দ দ্বারা, তাই হয়তো কয়েক জায়গায় দুই একটা শব্দ আটকে যাওয়ার মত হয়েছিল আর চেষ্টা করেছি যথাসাধ্য। খুবই সংশোধন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.28
JST 0.034
BTC 101096.07
ETH 3365.74
USDT 1.00
SBD 0.52