You are viewing a single comment's thread from:

RE: শুভ জন্মাষ্টমী। shy-fox 10%|abb-school 5%

আমার মনে হয় আজকের দিনের সেরা পোস্টটা সকাল সকাল আমার চোখে পরলো এখন। বাড়ির বাইরে থাকার কারণে এ বছরে জন্মাষ্টমীর খুব একটা আয়োজন নিজেও করতে পারিনি বা কোথাও যেতেও পারিনি। পুরো পোস্টটা দেখার সাথে সাথে অদ্ভুত একটা তৃপ্তি পেলাম দিদি। ঠিক যেন বাড়ির পরিবেশটা চোখের সামনে ভেসে উঠলো। তালের বড়াটা এবছর মিস করে গেলাম। আপনার ঠাকুর ঘরটা অনেক সুন্দর করে সাজানো। আর এত সুন্দর এবং মিষ্টি আয়োজন দেখে গোপাল ঠাকুর খুশি না হয়ে থাকতে পারবে না 🥰। ভগবান আমাদের সকলের মঙ্গল করুক।

Sort:  
 2 years ago 

দাদা শরুতেই আপনাকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা, আর অনেক অনেক ধন্যবাদ জানাই
দাদা এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আসলে সবসময় ইচ্ছে থাকলেও অনেক কিছু করা সম্ভব হয়ে উঠেনা বিভিন্ন সমস্যার কারনে, বাড়ির বাইরে থেকে তো আর বেশিকিছু করা সম্ভব হয়না, আশাকরি আগামী বছর নিশ্চয়ই দিনটিকে সঠিকভাবে পালন করতে পারবেন। জন্মাষ্টমীর দিনে থেকে তালের বড়া খাওয়া শুরু বাড়িতে আসলে নিশ্চয়ই তালের বড়া খেতে পারবেন। আমি শহরের বাসায় থাকি আর খুব বেশিকিছু জানিনা, আমি আমার মতো করে সাধ্যমত যতটুকু পেরেছি চেষ্টা করেছি দাদা। ভালো থাকবেন দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59605.49
ETH 2607.69
USDT 1.00
SBD 2.42