You are viewing a single comment's thread from:
RE: আমার কবিতার খাতা থেকে: বৃষ্টির শহরে।।২৮ শে মে ২০২২।।
দাদা ভালোবাসার আদালতে যে রায় গুলো দেওয়া হয় তাতে কষ্ট ছাড়া আর কিছুই থাকে না। আদালত পর্যন্ত গেলেই বিপদ 😉। আপনার মনের মাঝে একটা শুদ্ধ ভালোবাসা আছে দাদা। প্রতি লেখার আড়ালে বেশ ভালো ভাবেই বোঝা যায় সেটা। কিন্তু আধুনিক সমাজের তথাকথিত প্রিয়ারা সেই ভালোবাসার মূল্য দিতে জানে তো ! নাকি ধুলো বালি মুছতে মুছতে তার প্রেমিককে মুছে ফেলে হাসিমুখে! প্রশ্ন রেখে গেলাম দাদা।
আর আপনার লেখাগুলো বরাবরই আমার অনেক প্রিয়। মন থেকে ভালোবাসা রইলো।
আপনার প্রশ্নের উত্তর দেয়া বেশ কঠিন।তবে এটুকু বলতে পারি ভালোবাসায় প্রাপ্তির থেকে অপ্রাপ্তি বেশি থাকে।আর তাইতো মানুষ ভালোবাসে ।খুব যন্ত্রণার মাঝে হঠাৎ নতুন উদ্যমে বেঁচে উঠাই জীবন।সেই জীবন আপনাকে দিক নতুন মানে।
খুব ভালো বলেছেন দাদা। আমার এখন কেন যেন মনে হয় , ভালোবাসা এই ব্যাপারটা অনুভব করতে পারে না সবাই। মুখে ভালোবাসি ভালোবাসি খই ফোটে শুধু। কিন্তু ভেতর টা ফাঁকা। আর এদের জন্যই ভালোবাসা নামক পবিত্র জিনিস অপমানিত হচ্ছে বার বার।