You are viewing a single comment's thread from:
RE: নিজেকে আগে চিনো (Get to know yourself First)
এই পৃথিবীতে আমরা সবাই একে অপরের থেকে আলাদা। এক এক রকম আমাদের গুণাবলী। এমন অনেক সময় আসে যখন আমরা নিজেরা নিজেকে নির্বাচন করতে পারিনা ,,আমরা কোন বিষয়টাতে দক্ষ এবং কোন কাজটা আমাদের করা উচিত। নিজের সাধ্যমত সঠিক পথে সাফল্যের শীর্ষে পৌঁছুতে হলে তাই নিজেকে চেনা টা অত্যন্ত জরুরী। আবার নিজেকে চেনা টাও যে খুব একটা সহজ কাজ আমার মনে হয় না। এটার জন্য প্রয়োজন ধৈর্যের। মনটাকে স্থির রাখা এবং লক্ষ্যে অটুট থাকা।