কাটাকুটি ❤️ ।। এক অধরা স্বপ্ন

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার,

"সজীব, তুই তো মিউজিক ভালোবাসিস, ছোট খাটো কাজ করতে চাস, আর আমিও এসব নিয়ে থাকতে চাই। তাহলে চল আমরা একটা ব্যান্ড দল তৈরি করি।" ----- একদিন সন্ধ্যায় ছোট একটা টং এ বসে চা খেতে খেতে কথাগুলো আমাকে বলেছিল আমার বন্ধু বৃষ্টি।

ইউনিভার্সিটি লাইফ শুরুর বছর দেড়েক পরের কথা এটা। কথা গুলো বৃষ্টির মুখে শোনার পর থেকে আমার মনে নানান স্বপ্নেরা ডানা বাঁধতে শুরু করে। ভাবতাম সত্যিই তো তাই আমরা যদি ছোট করে একটু একটু করে কাজ শুরু করি তাহলে অবশ্যই একদিন বড় কিছু ছুঁতে পারব। বৃষ্টির সাথে তারপর থেকে নানান রকম প্ল্যানিং হতে থাকে কিভাবে কি শুরু করব।

IMG-20220528-WA0000.jpg

তো শুরুতে আমরা আমাদের টিমের জন্য পারফেক্ট মানুষ খুঁজতে চেষ্টা করি যারা আমাদের স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করবে। শুরুতেই যে যুক্ত হয় তার নাম সৌভিক রায়। আমাদের টিমের আরেকজন ভোকালিস্ট অ্যান্ড গিটারিস্ট। আর তারপর আমাদের সাথে যুক্ত হন আমাদের সিনিয়র বড় ভাই সাকিরুল ইসলাম বা সাকির ভাই। আমাদের কাজের পিছনে অন্যতম উৎসাহ প্রদানকারী এবং আমাদের ব্যান্ড দলের জন্য লিরিক্স লিখতেন। খুব ভালো লিখতেন ভাই।

IMG-20220530-WA0006.jpg

এরপর আমাদের ইচ্ছে জাগে, আমরা যে কাজ গুলো করব সেগুলো ছোট খাটো ভিডিও আকারে প্রকাশ করব এবং আমাদের ভিডিও এডিটিং আর ভয়েস নিয়ে কাজ করার জন্য আরো দুজন বন্ধু প্রয়োজন যারা আমাদের কাজের পিছনে ভালোবাসা নিয়ে লেগে থাকবে সবসময়। ঠিক সেই মুহূর্তে দলে যুক্ত হলো আমার বন্ধু সৈয়দ তানজিম। মিউজিক ভিডিও নির্মাণ করতে এবং কনসেপ্ট তৈরি করতে আমাদের টিমের মাস্টার মাইন্ড পুরো। আর সব শেষে আমাদের দলে যোগ দেয় মিজান কবির শুভ। ভিডিও ধারণ করা থেকে শুরু করে ফটোগ্রাফি এবং মিউজিক কম্পোজ করা সব বিষয়েই ভালো একটা দক্ষতা আছে ছেলেটার।

IMG-20220528-WA0003.jpg

তাহলে আমাদের টিমের সদস্যরা হলেন, একজন সিনিয়র বড় ভাই (সাকির), আমরা তিন বন্ধু (সজীব, বৃষ্টি, তানজিম), দুই জুনিয়র (সৌভিক, শুভ)। এবার দরকার একটা নাম অর্থাৎ ব্যান্ড দলের নাম। অনেক জল্পনা কল্পনা হলো এটা নিয়ে। অবশেষে আমরা সবাই মিলে ঠিক করি যে, আমাদের দলের নাম হবে কাটাকুটি 🥰🥰। আর সেই তখন থেকেই যাত্রা শুরু আমাদের স্বপ্নের।

IMG-20220528-WA0006.jpg

সত্যি বলতে আমরা সবাই অনেক আন্তরিক ছিলাম কাটাকুটি নিয়ে। যে যার অবস্থান থেকে সব সময় সেরা টা দিতাম। ক্যাম্পাসের নানান প্রোগ্রামে কাটাকুটি নাম দিয়ে আলাদা স্টেজ পারফরমেন্স দিতাম। সবাই অনেক প্রশংসা করতো। আর আমরা যে শুধু গান নিয়ে থাকবো এমন না। আমরা চাইতাম যে আমাদের যেটা ভালো লাগবে সেটা নিয়েই আমরা কাজ করবো। সেটা হোক কবিতা , না হয় গান , না হয় নাচ।

IMG-20220530-WA0004.jpg

আমাদের দলে একটাই মেয়ে তাই ওকে আলাদা করে দেখানোর কিছু নেই। উপরে যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের বড় ভাই সাকিরুল ইসলাম।

IMG-20220530-WA0010.jpg

আমার পাশে বসে আমাদের দলের মাস্টার মাইন্ড আমার বন্ধু তানজিম।

IMG-20220528-WA0004.jpg

আর এখানে সাদা কোটি গায়ে যে ছেলে ওর নাম সৌভিক।

IMG-20220528-WA0001.jpg

এই ছবিতে সবাই আছে এক সাথে। শুধু একজন অচেনা। বৃষ্টির পাশে বসে। ওর নাম সেই শুভ।

এই ছিল আমাদের কাটাকুটির সদস্যদের সংক্ষিপ্ত একটা পরিচয়। কিছুদিন আগে আমি রাজকুমারী শিরোনামে যে গানটা পোস্ট করেছিলাম তার পেছনে এই মানুষগুলোর অবদান বলে শেষ করা যাবে না। প্রত্যেকেই যে যার জায়গা থেকে কাজ করে গেছে সর্বোচ্চ টা দিয়ে। এছাড়াও আমরা আরো কিছু কাজ করেছিলাম যেগুলো আর ইউটিবে আপলোড করা হয় নি।

IMG_20220605_105135.jpg

আসলে কাটাকুটি নিয়ে লিখতে বসে ভেতর টা কেপে উঠছে বারবার। ছোট বড় অনেক স্বপ্ন ছিল এই স্বপ্ন বাজ দলের। এক সাথে মেতে উঠেছি কত আড্ডাবাজি তে। কিন্তু তাসের ঘরের মত হঠাৎ করেই ভেঙ্গে যায় সেই স্বপ্ন গুলো। কিভাবে যেন ছন্দপতন ঘটে গেল। কেউ কিছু বুঝলাম না। সবাই এক প্রান্তে এসে থমকে দাঁড়ালাম। সত্যি বলতে সব কাজের মাঝেই আসে প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা। যারা সেই বাঁধা জয় করতে পারে তারাই টিকে থাকে। হয়তো আমাদের গল্পের শেষ ওখানেই ছিল। আর তাই আমাদের স্বপ্ন গুলো অধরাই থেকে গেল।

আজ সবাই যে যার জীবনে ব্যস্ত। স্বপ্নগুলো সব বাক্স বন্দী। হয়তো স্মৃতির পাতায় এক সোনালী চিঠি হয়ে সারাটা জীবন পাশে থেকে যাবে "কাটাকুটি"।

Sort:  
 2 years ago 

ভাইয়া শুরুর দিকে বেশ ভালই লাগছিল আপনার কাটাকুটি নিয়ে কিন্তু শেষের দিকে এসে মনটা ভেঙে গেল ঠিক আপনার স্বপ্নের মত। সবাই মিলে যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উঠেপড়ে লেগেছিলেন আজ তা প্রতিবন্ধকতার কারণে ভেঙে চুরমার হয়ে গেছে। তবে কি ভাইয়া জানেন, জীবনে যত প্রতিবন্ধকতা আসুক না কেন একদিন তা আশার আলো নিয়ে আসবেই আসবে, হয়তো বা অন্য কোন পথ অবলম্বন করে। ভাইয়া, কাটাকুটি এক অধরা স্বপ্নটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার মন্তব্য সব সময় মন ছুয়ে যায় ভাই । তার অন্যতম প্রধান কারণ হলো, আপনি সব লেখা ভালোভাবে পড়ে তারপর নিজের মত প্রকাশ করেন। যেটা অন্যদের মাঝে নেই। ভালোবাসা রইলো ভাই ❤️

 2 years ago 

সত্যি ভাইয়া আপনাদের ইচ্ছা শক্তি এবং প্রচেষ্টা আপনাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সকলের তৈরি করা মিউজিক ভিডিওটি দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। সত্যি ভাইয়া আপনাদের প্রতিভা আমার কাছে অনেক ভালো লেগেছে। এভাবেই এগিয়ে যান এই কামনাই করছি। আপনার জন্য এবং আপনার টিম মেম্বারদের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাই ভালো লাগলো আপনার মন্তব্য। কিন্তু শেষের দিকটা একবার দেখেন, কিছুই আর আগের মত নেই। সব থমকে গেছে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69033.32
ETH 3748.46
USDT 1.00
SBD 3.67