মিষ্টি বিলাস 🍮🍩🍰 🥰

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

IMG_20210813_200524.jpg

"মিষ্টি"… নাম টি শুনতে যতটা না মিষ্টি , খেতে বোধ হয় একটু বেশিই মিষ্টি। ভোজন রসিক বাঙ্গালীর যে অনুষ্ঠানেই হোক না, যে কেন উৎসব-পার্বণে মিষ্টি ছাড়া সেটা যেন সম্পন্ন হয় না। ভারতীয় উপমহাদেশে বৈদিক যুগ থেকে মিষ্টির প্রচলন শুরু হয়েছে। কালের বিবর্তনে মিষ্টি তার আকার আকৃতিতে দেখতে যেমন পরিবর্তিত হয়েছে ঠিক তেমন স্বাদেও এনেছে বৈচিত্র্য।

ছোটবেলা থেকেই মিষ্টি আমার ভীষণ পছন্দের। মা এর মুখে যখন শুনতাম বাড়িতে কোন আত্মীয়স্বজন দের আগমন ঘটবে ,, খুশিতে আত্মহারা হয়ে যেতাম, কারণ তাঁরা খালি হাতে আসবেন না, 🤪🤪 মিষ্টি নিয়েই আসবেন 🤗🤗😊😊।

বয়সটা এখন একটু ভারী হয়েছে ঠিক , কিন্তু মিষ্টির প্রতি ভালোবাসার এতটুকুও কমতি হতে দেইনি আমি 🥰।

IMG20210729115715.jpg

IMG20210729115708.jpg

আজ হঠাৎই মিষ্টি খেতে ইচ্ছে করলো। মা কে যখন জিজ্ঞেস করলাম ফ্রিজে মিষ্টি আছে কিনা, উত্তরে মা বলল মিষ্টি নেই। ভাবলাম আমার বাড়িতে মিষ্টি নেই এমন তো হতে পারে না 😀😊। সাথে সাথে দৌড় মিষ্টির দোকানে। শুক্রবার সকালের দিকে মিষ্টির দোকানে একটু বেশি ভিড় থাকে আমাদের এই দিকে। আর আমি সচরাচর মিষ্টির দোকানে গেলে দাঁড়িয়ে চোখ ভরে কিছুক্ষণ আগে মিষ্টি দেখে নেই 🤗। দারুন লাগে ব্যাপারটা আমার। আজ কোন ধরনের মিষ্টি কিনব সেটা ঠিক বাছাই করতে পারছিলাম না, হঠাৎই দেখলাম একদম টাটকা রসমালাই দোকানে এনে রাখলো 😀😀 ।

IMG20210729140116.jpg

IMG20210729140037.jpg

IMG20210729140054.jpg

ব্যাস আর দেরি হলো না সিদ্ধান্ত নিতে। নিয়ে নিলাম আমার প্রিয় রসমালাই। ভীষণ পছন্দ করে এটা খেতে। তারপর বাড়ি ফিরে সবাই মিলে তৃপ্তিভরে খেলাম। আজ ছুটির দিনে দুপুর বেলার ভুরিভোজন টা সবকিছু মিলিয়ে বেশ ভালোই হলো । 😊😊

বাংলাদেশে কুমিল্লার রসমালাই নাকি খুব বিখ্যাত। সেই স্বাদ এখনও নেওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি আমার। @rajib833 একবারের জন্য আমাকে খাওয়াইনি 😋😍। তবে আমি শুনেছিলাম গাইবান্ধা রসমালায় নাকি অনেক সুস্বাদু। বেশ কয়েকবার খেয়েছি গাইবান্ধা রসমালাই। সত্যি অসাধারণ খেতে।

সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
শুভেচ্ছান্তে
@roy.sajib

Sort:  
 3 years ago 

দাদা এত মিষ্টির ভক্ত হয়েও শুধুই রসমালাই নিয়ে বাড়ি ফিরলেন।এটা কিন্তু ঠিক হলো না।🙅আমিতো ভাবলাম পুরো মিষ্টির দোকানের মালিক আপনি।😊
ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হাহাহাহাহা 😀 বেশ বলেছেন দিদি।

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

দাদা একদিন ঠিকই রসমালাই পেট ভরে খাওয়াবো। যেই ছবি আপনি দিলেন আমার তো জিভে জল এসে গেল। 😋

 3 years ago 

তুই ছবি দেখেই পেট ভরা 🤪

 3 years ago 

ভাইয়া আপনি যে মিষ্টি ছবি শেয়ার করেছেন তা দেখে আমাকে কালকে মিষ্টি খেতে হবে না হলে আর থাকতে পারব না, কারণ মিষ্টি আমার খুবই পছন্দের খাবার।

 3 years ago 

বেশি বেশি মিষ্টি খান,, আর মনটাকেও মিষ্টি করে তুলুন 😊😀

 3 years ago 

আমার জন্য মিষ্টি পাঠিয়ে দাও এখনই!!!!!!😣😣😣😩😩😩😩😩😩😩😩
এগুলো কি ঠিক!!?

 3 years ago 

আমাকে দেখিয়ে দেখিয়ে যে এটা সেটা খাও,, তার বেলায় কি শুনি!!!

 3 years ago 

হুঁ। লজিক আছে। 😅😅😅🌻💝

 3 years ago 

রসগোল্লা গুলো দেখে স্পঞ্জের মনে হচ্ছে না। রসগোল্লা আগে খুব খেতাম, দিনে দুটো মাস্ট। এখন ওজন বেড়ে যায় এই ভয়ে আর বিশেষ খাই না। তাছাড়া দেহের সুগার গ্রহণ বেড়ে যাচ্ছিলো

 3 years ago 

হ্যাঁ আমি যে দোকানে গিয়েছিলাম সেখানে স্পঞ্জের রসগোল্লা নেই। এক এক মিষ্টির এক এক রকম মজা। এটাও কিন্তু বেশ খেতে।

 3 years ago 

আমাদের ওখানে এটাই পাওয়া যায়। গরম গরম রসগোল্লা! আহা! স্বর্গ

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.26
JST 0.039
BTC 94921.11
ETH 3381.56
USDT 1.00
SBD 3.33