"আমি নষ্ট করেছি সময়,আজ সময় নষ্ট করছে আমায়"

নমস্কার,,

শিরোনামে দেওয়া উক্তিটি বিখ্যাত লেখক শেক্সপিয়ারের। ছোট্ট একটা লাইন। কিন্ত কত গভীর তাই নাহ্! মাঝে মাঝে বিশেষ কিছু লাইন পড়লে উদাহরণ খুঁজে বের করতে ইচ্ছে করে। কিন্তু এই লাইনটা মনে করার পর নিজেই গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। মুখটা দেখার পর মনে হলো আমার থেকে বাস্তব উদাহরণ আর কিছুই নেই এই লাইনটার।

সময় আর নিজের চাওয়া পাওয়া গুলোকে যে ভাবে বিসর্জন দিয়েছি দিনের পর দিন আজ তারই মাশুল গুনে যাচ্ছি প্রতিনিয়ত। একটা কথা আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না। ঠিক কৃত কর্মের ফল আজ হোক বা কাল একদিন না একদিন ঠিক ফেরত আসবেই। আর যেটা আসবে সেটা একদম সুদ সহ আসবে।

hands-1838658_1920.jpg

Source

কথায় বলে নিজের বুদ্ধিতে নাকি ফকির হওয়া ভালো। আর আমি বোকামি টা ঠিক এখানেই করেছি। ভুল ভাবে ভুল পথে বোকার মত হেঁটে গেছি জীবনের গুরুত্বপূর্ণ সময় গুলোতে। নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি অন্ধ মায়ার বশবর্তী হয়ে। ভুলেই গিয়েছিলাম জীবনের কিছু সিদ্ধান্ত শুধু আমার নিজেরই একার নেওয়া প্রয়োজন। নিজের ভবিষ্যৎ নিজের ক্যারিয়ার অন্য কেউ এসে গড়ে দেবে না কখনোই। নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে অন্ততপক্ষে ডিসিশনটা সবসময় নিজেরই নেয়া উচিত। প্রয়োজনে সেখানে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয়। আর কে কি ভাবলো, কে পাশে থাকলো বা না থাকলো সেটা ভাবার তো প্রশ্নই আসে না।

boy-2100121_1920.jpg
Source

ছোট বেলা থেকেই সবার মুখে একটা কথা খুব শুনেছি। ভুল করলে ভুলের মাশুল দিতেই হবে। আজ নিজের জীবনের সাথে হাড়ে হাড়ে টের পাচ্ছি সেই ব্যাপারটাই। এক পা এগিয়ে গিয়ে দুই পা পিছিয়ে যাচ্ছি। আশেপাশের মানুষ তো পরের কথা, কখনো কখনো নিজের পরিবারেই মনের কথা বুঝতে পারে না। শুধু কথা শুনিয়ে যেতে পারলেই বাঁচে। একটা মানুষ কি চাইছে সেটা শোনার বা বোঝার সময় কই!

a-book-2803664_1920.jpg
Source

সত্যি বলতে আমরা সারা জীবনে যত মহামূল্যবান জিনিস কিনি না কেন, সব চাইতে বেশি মূল্যবান যেটা প্রতিনিয়ত ব্যয় করে চলেছি সেটা হলো সময়। আর তার চাইতেও মজার বিষয় এখানে এমন মানুষ কম আছে যে সময়ের মূল্য রচনা স্কুল লাইফে পড়ে নি। কিন্তু কজন পেরেছি তার বাস্তবিক প্রয়োগ করতে! অন্য কারো কথা জানিনা, আমি যে পারি নি, এমন কি এখনও পারছি না এটা একদম চোখ বুজে বলতে পারি। আর দিন শেষে বলে যাই যা হয় সেটা ভালোর জন্যই হয়। এই সান্ত্বনা দিয়ে আর কত! মানুষকে জ্ঞান দেওয়া অনেক সহজ কিন্তু নিজে ঠিক পথে চলা সবচাইতে কঠিন।

hand-3067236_1920.jpg
Source

ঠিক এভাবেই জীবন জুয়া খেলে চলেছি। রোজ পুড়ছি, প্রতি মুহূর্তে পুড়ছি। জীবন বার বার সুযোগ দেবে না কখনোই। সোনালী মুহূর্ত গুলোকে লুফে নিতে পারি নি আর তাই সবটাই আফসোসের ডাক বক্সে জমে জমে এখন পাহাড়ের সমান হয়ে যাচ্ছে।

Sort:  
 2 years ago 

ভাই সময় নিয়ে দারুন লিখেছেন। আমি মনে করি যে সময় নিয়ে নিজেকে ভাববে নিজের দিকে তাকাবে আমি কি করেছি? কি করছি? কি করব? এসব যখন তার মাথায় কাজ করবে তখন অবশ্যই সময়ের সঠিক ব্যবহার হবেই। তারপরেও সময়ের মূল্য সঠিকভাবে দেওয়া কোন ভাবেই সম্ভব হয় না। শেক্সপিয়ারের এই উক্তি থেকে আসলে আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত, আর সেই সাথে নিজেকে নিয়ে ভাবা উচিত। তাহলেই মনে করি জীবনে সফলতা অনিবার্য। জানিনা আপনি কোথায় কিভাবে সময়ের অপচয় করেছেন তবে আমার মনে হয় এখনো শেষ হয়ে যায়নি। অতীতকে না ভেবে ভবিষ্যতে কিভাবে কি করবেন তাই পরিকল্পনা করলে আশা করি সামনের দিনগুলোতে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে।

আসলে আমরা সব কিছু বুঝতে পারি ঠিকই কিন্তু গুছিয়ে উঠতে পারি না সেই আগের মত। প্রবলেম টা এখানেই । খুব সুন্দর করে কথা গুলো বলেছেন ভাই। সত্যি অনেক ভালো লাগলো। অনেক ভালো থাকবেন।

 2 years ago 

দাদা আপনার লেখা কথা গুলো সত্যিই দারুণ ছিলো ৷ আমার জীবনের সাথে মিলে যায় ৷ আমিও পারিনি সময়ের সঠিক ব্যবহার করতে ৷ জীবনের গুরুত্বপূর্ণ সময় গুলো অযথাই নষ্ট করেছি ৷ সময়ের মূল্য দিয়ে নিজের জীবনের কথা ভাবিনি ৷ তাই তো ভুলের মাসুল গুনতে হচ্ছে আজও ৷ জীবনে যা হয় ভালোর জন্যই এ কথা ভেবে সান্তনা দিতে হচ্ছে নিজেকে ৷

আসলে আফসোস করা ছাড়া আর কি বা করার আছে ভাই! আর মিছে সান্ত্বনা দিয়ে নিজেকে চুপ রাখা। তবুও সবটাই জীবনের অংশ। মেনে নিতেই হবে। অনেক ভালো থাকবেন ভাই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া নিজের কৃতকর্মের ফল এই দুনিয়াতেই ভোগ করতে হয়। আর নিজের ভালোর জন্য নিজের সিদ্ধান্ত সব নিজেকেই নেয়া উচিত । অন্যের উপর নির্ভরশীল হওয়া মোটেই ঠিক না। এই বিষয়টা সময় চলে গেলে বুঝতে পারা যায়। বুঝতে পারছি আপনি খুব কষ্টে কথাগুলো লিখেছেন। আশা করি খুব দ্রুত এই কষ্ট থেকে মুক্তি পাবেন।

কিছু ভুলের মাশুল সারাজীবন গুনতে হয় ,, আমাকেও তাই হবে আপু। চাইলেও ছুটে বেরিয়ে আসা যায় না। পেছন থেকে আটকে ধরে মাকড়সার জালের মত। দোয়া করবেন। এটুকুই বলতে পারি এখন শুধু।

 2 years ago 

সঠিক বলেছেন। স্টুডেন্ট লাইফ অথবা সাধারণ লাইক উভয় ক্ষেত্রে কে ভুলটা আমরা অনেকেই করে এসেছি। এখন নিজের কাছে অনুতপ্ত হওয়া ছাড়া আর কোন উপায় নেই। কারণ "আমি নষ্ট করেছি সময়,আজ সময় নষ্ট করছে আমায়" অনেক অনেক ধন্যবাদ সময়ের মূল্যবোধ নিয়ে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

পুরনো সেই সময়গুলোর কিছু অংশ যদি ফিরে পেতাম ভুল গুলো শোধরানোর জন্য!! তাহলে হয়তো আরেকটা বার আয়নায় নিজের মুখটা ভালো করে দেখতে পারতাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40