শারদীয়া কনটেস্ট ১৪২৮ ।। মহাসপ্তীতে কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

সাদা শাড়ি লাল পাড় কপালেতে টিপ
হাতে নিয়ে নববধূ ধুপ আর প্রদীপ
বাঙালির প্রাণ পুজো হয়ে গেল শুরু
ঘরে ঘরে চলছে দেখো মোয়া আর নাড়ু
চারদিকে ছেয়ে গেছে নব নব সাজ
মা এলো ঘরে আজ খুশির ওই বাজ
বছর ঘুরে বারে বারে দিনটি যেন পাই
শারদীয় শুভেচ্ছা সবাইকে জানাই

আমার বাংলা ব্লগের সকল সদস্য কে জানাই শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা। এবারের পুজোটা যে কেমন কাটলো আমার মনও এই উত্তর খুঁজে বেড়াচ্ছে বার বার। ষষ্ঠীর রাতে অসুস্থ্য শরীর নিয়ে বাড়ি ফিরেছি। সপ্তমীর সকাল দুপুর শুয়ে রেস্ট নিয়েই শেষ করেছি। বাইরে বেরোতেই ইচ্ছে করছিল না। তবু বাড়িতে ভাগ্নে এসেছে বলে সন্ধ্যার দিকে ওর হাত ধরে পাড়ার কটা পুজো মন্ডপ ঘুরে এসেছিলাম একদম সাদামাটা ভাবেই। তার কিছু মুহূর্ত ফ্রেমে বন্দী করেছিলাম। সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।

প্রথম পূজো মন্ডপ

IMG20211012181231.jpg

IMG20211012180737.jpg

IMG20211012180812.jpg
আমি যে টি শার্ট টি পড়ে আছি এটা @isha.ish এর নিজের হাতের নকশা করা ।

এটা আমাদের একদম বাড়িতে পাশের পূজো। ছোট বেলা থেকেই এই পুজো মন্ডপে অঞ্জলী দিয়ে আসছি। যদিও আমার বড় জেঠা মারা যাওয়ার জন্য এই বছর অঞ্জলী দিতে পারি নি। আমাদের পাড়ার এই পূজো মন্ডপের নাম জুনিয়র টাউন বারোয়ারি।
https://w3w.co/delight.typhoid.asthma

দ্বিতীয় পূজো মন্ডপ

IMG20211012182034.jpg

IMG20211012181838.jpg

IMG20211012181901.jpg

IMG20211012181931.jpg

বাড়ি থেকে কয়েক পা এগুলেই শেরপুর শিশু পার্ক। ওখানে বেশ বড় সরো করেই পুজো হয়। এবার ও আয়োজন টা বেশ ভালো ছিল। ওদের মন্ডপের নাম পূবালী সংঘ।
https://w3w.co/sneezing.ingesting.mastery

তৃতীয় পূজো মন্ডপ

IMG20211012184151.jpg

এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠিত আছে। প্রতি বছর ঘরোয়া ভাবে পূজোর আয়োজন করা হয়।
https://w3w.co/hotshots.practically.uplift

চতুর্থ পূজো মন্ডপ

IMG20211012185234.jpg

IMG20211012184809.jpg

এটা বারোয়ারি পুজো মন্ডপ। আমাদের এখান কার বেশ নাম করা জায়গা। মোটামুটি ভালো আয়োজন করে প্রতি বছরই।
https://w3w.co/deerskins.diversions.listening

পঞ্চম পূজো মন্ডপ

IMG20211012184528.jpg

আমাদের কর্মকার পাড়ার পূজো। উঠতি বয়সী কিছু ছেলে মেয়ে ছোট পরিসরে প্রতি বছর পূজোর আয়োজন করে থাকে।
https://w3w.co/hotshots.practically.uplift

ষষ্ঠ পূজো মন্ডপ

IMG20211012183254.jpg

আমাদের জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত দুর্গা পূজা।
https://w3w.co/runway.strive.roofing

এই পোস্টের সবগুলো ছবি এই বছর দুর্গা পূজাতে মহা সপ্তমীর দিন অর্থাৎ ১২/১০/২০২১ তারিখে তোলা।

বাংলাদেশের একটা ছোট উপজেলা তে আমাদের বাড়ি। তাই খুব অল্প জায়গায় সল্প পরিসরে সব পূজোর আয়োজন এখানে হয়ে থাকে। হ্যা , অনেক বড় আকারে পূজোর প্যান্ডেল এখানে করার সামর্থ আমাদের নেই। তবে বেশ উৎসবমুখর পরিবেশে ধর্মীয় সকল অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। আনন্দের এতটুকুও কমতি সেখানে থাকে না।

Sort:  
 3 years ago 

ঘোতো কে সব চেয়ে বেশি মিষ্টি লাগছে। চমৎকার ঘুরেছ দেখছি। আমার তো ঠাকুর দেখা হলোইনা ঠিক ভাবে। পোস্টটা বেশ ভালোভাবে সাজিয়েছো। পরিশ্রম আছে।

 3 years ago 

❤️❤️❤️❤️❤️

 3 years ago 

উপরের কবিতাটা আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু। পিচ্চিটাকে অনেক বেশি কিউট লাগছে দেখতে। সে ও ছোট তার মাক্স তাও অনেক ছোট, মানে সব মিলিয়ে একটা কিউটের ডিব্বা। আর পুরো পোস্টটি অনেক বেশি ভালো হয়েছে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাবির পছন্দ আছে বলতেই হবে এত সুন্দর নকশা করেছে ভাই। ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লইং। সব মিলিয়ে অসাধারন ঘুরেছেন দেখেউই বুঝা যাচ্ছে ভাই। বাবু টাকে খুব কিউট লাগছে কিন্তু।

 3 years ago 

হাহাহাহা,,, ঈশা বেশ ভালো কাজ জানে। যদিও এটা অনেক সিম্পল ভাবে কাজ করেছে। তবে কাজ টার একটা ইনার মিনিং আছে। আমাকে বলেছিল, আমার তো কিছু মনে থাকে না 🤪🥰

 3 years ago 

শারদীয়দুর্গোৎসব এর শুভেচ্ছা নিবেন দাদা। বেশ সুন্দর লাগছে আপনাদের দুইজনকে একসাথে একই পোশাকে। ঈশা দিদি বেশ সুন্দর ডিজাইন করেছে গেঞ্জি তে । পূজার মন্ডপ গুলো বেশ সুন্দর ছিল। বিশেষ করে চতুর্থ টি।

 3 years ago 

শারদীয় শুভেচ্ছা রইলো আপনাকেও। অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

প্রতিটি পূজা মণ্ডবের ছবি গুলি অনেক সুন্দর হয়েছে। বাংলাদেশের পূজার প্রতিমাকে ফোকাস করে। মায়ের প্রতিমা গুলি আমার কাছে খুব ভালো। আমাদের দেশেও খুব ভালো। তবে আপনাদের তেমন বড় প্যান্ডেল ও থিম না করলেও দারুন ভাবে মায়ের প্রতিমা তৈরি করে। দারুন মুহূর্ত কাটিয়েছেন। অনেক শুভেচ্ছা রইলো দাদা।

 3 years ago 

হ্যা দাদা। আসলে বড়ো শহরে বড়ো করে আয়োজন হয় সাধারণত । আমি তো ছোট একটা উপজেলাতে থাকি। তাই একটু ছোট পরিসরে পূজোর আয়োজন করা হয়। ভালো লাগলো দাদা আপনার মন্তব্য পড়ে।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো আর অনেক সুন্দর ভাবে সাজিয়েছেন ভালো লাগছে অনেক।শুভ কামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা।

You have been upvoted by @tarpan A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66670.04
ETH 3497.56
USDT 1.00
SBD 2.71