শুভ জন্মদিন গোল্টু সোনা ❤️🎂

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG-20220924-WA0003.jpg
Location

সবার কাছে টিনটিন নামে পরিচিত হলেও আমার কাছে সে গল্টু সোনা। এই নামটাই আমার বেশি ভালো লাগে। অবশ্য আমার সাথে সামনাসামনি যে কয়েকবার দেখা হয়েছে কখনো টিনটিন বাবু আবার কখনো গল্টু সোনা দুটো নাম ধরেই ডেকেছি। ভিশন মিষ্টি একটা ছেলে আমাদের গল্টু বাবু। এক কথায় যাকে বলে কিউটের ডিব্বা 🥰❤️।

IMG-20220924-WA0002.jpg
Location

আজ সেই মিষ্টি বাবুটার শুভ জন্মদিন। দুষ্টু মিষ্টি এই ছেলেটা চতুর্থ বর্ষে পদার্পণ করল। আজকের এই বিশেষ দিনে আমাদের গল্টু বাবুকে জানাই অনেক অনেক আদর ও ভালোবাসা । জীবনে প্রতিষ্ঠিত হয়ে মা-বাবার মুখের সম্মান আরো উজ্জ্বল করুক এমনটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।

IMG-20220924-WA0001.jpg
Location

IMG-20220924-WA0000.jpg
Location

সত্যি বলতে আমার আগে থেকেই একটা প্ল্যানিং ছিল এই দিনটাকে নিয়ে। ইন্ডিয়া যেতে না পারলেও বাংলাদেশ থেকেই একটু ভিন্ন রকম ভাবে সেলিব্রেট করব। কিন্তু ভাগ্য আর আমার সহায় হয়নি। ডেঙ্গু আমার সকল ইচ্ছা গ্রাস করে দিল। আজকে ক্লিনিকের বেডে শুয়ে শুয়ে এই লেখাগুলো লিখছি। হইতো পরবর্তীতে কোন এক সময় নিজের ইচ্ছে গুলো পূরণ করব।

আর বেশি কিছু লেখার মত ক্ষমতা বা শক্তি কোনটাই এই মুহূর্তে আমার কাছে নেই। কিছু ভালোবাসা, কিছু অনুভূতি হয়তো লিখেও কখনো প্রকাশ করা যায় না। আমি না হয় আজ সেই দলেই থাকলাম।

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি ডেঙ্গু থেকে মুক্তি পান সেই কামনা করি। আপনি তারাতাড়ি সুস্থ হয়ে হাসপাতালের বেড থেকে বাসায় আসতে পারেন সেই দোয়া করি।যাইহোক মানুষের সব ইচ্ছে তো আর সব সময় পূর্ণ হবার নয়। দূর থেকে আপনি গল্টু বাবুর জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন। টিনটিন বাবুর জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল।

 2 years ago 

প্রথমে আমি টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই শুভ জন্মদিন। যদিও এই দিনটা নিয়ে আপনার অনেক প্লানিং ছিল কিন্তু কি আর করা যাবে ভাইয়া ভাগ্যে না থাকলে কোন কিছুই করা সম্ভব নয়। ডেঙ্গু হবার ফলে আপনি আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারলেন না তারপরও অনেক ভালো লাগলো আপনি হসপিটালে এর বেডে শুয়ে শুয়ে আপনার অনুভূতিটা শেয়ার করলেন।

 2 years ago 

যাক আপনি শেষ পর্যন্ত বাড়িতে গিয়ে ক্লিনিকে ভর্তি হতে পেরেছেন শুনে ভালো লাগলো। আর সেখানে বসে যেহেতু পোস্ট লিখছেন তাহলে মনে হচ্ছে মোটামুটি ভালোই আছেন। ভালো ভালোই সুস্থ হয়ে ফিরে আসুন তারপর যেভাবে ইচ্ছা জন্মদিন সেলিব্রেট করবেন ।আপনার জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন।

বাম হাতে ক্যানেলা করে স্যালাইন চলছে। আর ডান হাত দিয়ে একটু একটু করে লিখেছি। খুব প্রবলেম হয় এক হাত দিয়ে টাইপিং করতে। টিনটিনের জন্যই করা শুধু এটুকু। আসলে সারা দিন শুয়ে শুয়ে ভালোও লাগে না। তাই ইচ্ছে আছে ছোট করে হলেও একটা করে পোস্ট করার। দোয়া করবেন আপু 🙏

 2 years ago 

শুনে বেশ খারাপ লাগলো ডেঙ্গু হয়েছে,কবে কেমনে কি হলো😭😭।দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।আসলে অনেক সময় অনেক মজা করি ঠিক,কিন্তু কেউ অসুস্থ হলে আসলেই খারাপ লাগে।যাই প্রথম ছবিটা তে বেশ কিউট লাগছে।

গত রবিবারে টেষ্ট করে পজিটিভ আসে আপু। আর তারপর দিনই ভোরে ক্লিনিকে ভর্তি হয়ে যাই। খুব কষ্ট গো আপু। খুব ভোগাচ্ছে। দোয়া করবেন আপু 🙏🙏☹️

 2 years ago 

অব্যশই দোয়া করি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠেন।সব কিছুরই ভালো দিক আছে,😜বেডে শুয়ে থাকা কোন কাজ করা লাগে না।এটাও কিন্তু খারাপ না😝

তাহলে আসেন আমার কাছে,, আমার সাথে থেকে ডেঙ্গু মশার একটা কামড় খেয়ে যান। তারপর আপনিও এরকম শুয়ে থাকার সুযোগ পেয়ে যাবেন । আর আসার সময় আপেল কমলা মাল্টা যা যা পারেন নিয়ে আসবেন। ডাব কিন্তু মাস্ট

 2 years ago 

প্রথমে টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা জানাই। আসলে আপনার মনে অনেক প্ল্যান ছিলো। বাংলাদেশ থেকে যেতে না পারলেও আপনি অনেক প্ল্যান করেছিলেন। যাইহোক ডেঙ্গু হওয়ার কারণে আপনার প্ল্যান গুলো হলো না। আজকে ক্লিনিকে শুয়ে শুয়ে আমাদের সাথে লেখাগুলো শেয়ার করলেন। তবে আপনার জন্য দোয়া করি আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

 2 years ago 

প্রথমে টিনটিনের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহতালা যেন তার সামনে দিনগুলো অনেক উজ্জ্ব ল করে মা বাবার মুখ অনেক সুন্দর করে এই কামনা করি। ডেঙ্গু জ্বর থেকে আল্লাহ যেন আপনাকে সুস্থ করে তাড়াতাড়ি। আপনার লেখাটি খুব ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি এই অসুস্থ শরীর নিয়েও টিনটিন বাবুর জন্মদিনে উইশ করেছেন দেখে খুবই ভালো লাগলো। সব থেকে সুন্দর সুন্দর ছবিগুলো বেছে বেছে শেয়ার করেছেন । সবগুলো ছবিতেই অনেক কিউট লাগছে। আপনার মত আমিও দোয়া করি যে টিনটিন বাবু যেন অনেক ভালো মানুষ হয়। আর আপনার শরীরের কি অবস্থা? দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার পুরো উৎসাহে আমাদের মাঝে ফিরে আসেন।

আসলে ছবি গুলোর ক্রেডিট দীদিভাই এর। উনিই আমাকে ছবি গুলো দিয়েছিলেন, একটু ভিন্নভাবে কিছু করার ইচ্ছে ছিল তাই জন্য।

আর আপু শরীর নিয়ে কি বলবো গো,,, এই রোগে যে এত কষ্ট, এত কষ্ট!! হাতের মাঝে ঐ ক্যাণেলা সেখানেও হঠাৎ টনটন করে। আর স্যালাইন চললে দেড় ঘন্টা পরপর মারাত্মক ভাবে টয়লেট পাবে। স্যালাইনের ঐ স্ট্যান্ড নিয়ে বাথরুম যাওয়া যে কি ঝামেলার! শরীর আছে মোটামুটি আপু। আগের থেকে কিছুটা ভালো। আজ টেস্ট করলেই বোঝো যাবে। কত দূর কি হলো

 2 years ago 

আরে আর দুই একদিন গেলেই ঠিক হয়ে যাবে। একটু কষ্ট তো করতেই হবে। গাফিলতি করেই এই অসুখ বাধিয়েছেন। এখন তো ভুগতে হবেই।

 2 years ago 

কথাটা শুনিয়ে তো মনটা খারাপ করে দিলেন। ডেঙ্গু বাঁধিয়ে বসেছেন। যাইহোক দ্রুত আপনার সুস্থতা কামনা করছি দাদা। টিনটিনের গলুমলু চেহারাটা দেখলেই মনে হয় আদর করি। সত্যি দারুণ কিউট টিনটিন।

 2 years ago 

ভাইয়া বাহ আপনার দেওয়া নামটি অনেক কিউট একটা নাম গল্টু সোনা৷ গল্টু সোনা বাবা টা দেখতে দেখতে চার বছর পূর্ন হলো ৷
আমি মন্তব্যের মাধ্যম বলতে চাই ৷ গল্টু সোনা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে ৷
ধন্যবাদ ভাই গল্টু সোনাকে নিয়ে খুব সুন্দর করে লিখেছেন ৷

 2 years ago 

আসলে আপনি অসুস্থ জেনে খুব খারাপ লাগলো। আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সৃষ্টিকর্তার কাছে এই আশাবাদ ব্যক্ত করি। স্নেহের টিনটিন বাবুর জন্মদিনে উপলক্ষে চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33