আমের মুকুলের কিছু ফটোগ্রাফি
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম । আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করব । ফটোগ্রাফি করতে আমার যে অনেক ভালো লাগে, সে কথা অনেকবারই রিপিট করেছি আমি এবং তোমরাও সে বিষয়টা সম্পর্কে অবগত আছে। যাই হোক, আজকের এই ফটোগ্রাফি মূলক পোস্টটিতে আমি আমের মুকুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমের মুকুল দেখতে অনেক বেশি ভালো লাগে। বসন্তের শুরু থেকে সাধারণত সমস্ত আম গাছে আমের এই মুকুল দেখতে পাওয়া যায় । তবে কিছু কিছু আম গাছে অনেকটা আগে থেকেই আমের মুকুল দেখা যায়। কয়েকদিন আগে গেছিলাম আমাদের পুরনো কলেজে। সেখানে আসলে সুন্দর বাগান করা রয়েছে। সেই জায়গায় বিভিন্ন ফুল গাছের পাশাপাশি ফলগাছ লাগানো রয়েছে । বিভিন্ন জাতের আমগাছ আমরা কলেজে থাকাকালীন সময়ে দেখেছি।
আমাদের পূর্বের কলেজের একটি পুকুরপাড় ঘেঁষে ছিল সেই আম গাছের সমারোহ। যাইহোক, এবার সেখানে গিয়ে দেখি ছোট ছোট আম গাছগুলোতে বেশ সুন্দরভাবে মুকুল এসেছে। এগুলো দেখে আমার অনেক ভালো লাগে। অন্যান্য বছর যখন আমের মুকুল থেকে আমের গুটি হয় তখন সেগুলো খাওয়ার সুযোগ হয়। তবে যেহেতু এখন আর কলেজে যাই না, সেই কারণে সেইগুলো খাওয়ার সুযোগ হয় না । এই মুকুল গুলো দেখার সময় সেই কথাগুলো মনে পড়ছিল। এইসব মনে করতে করতে আমি আমের মুকুলের কাছে কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। সেইদিন যে ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলো আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | ব্যারাকপুর, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
ঠিক বলেছেন ভাইয়া কিছু কিছু আম গাছে আগে থেকেই মুকুল চলে আসে। আপনি দেখছি অনেক সুন্দর কিছু আম গাছের মুকুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ।যেগুলো দেখতে অনেক ভালো লাগলো ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমের মুকুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্ৰাফি আমাকে মুগ্ধ করেছে ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন আপনার ফটোগ্ৰাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। এতো সুন্দর আমের মুকুল এর ফটোগ্ৰাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আমের মুকুলের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে এইতো বসন্ত এসে গেছে। এখন আম্র মুকুলের গন্ধে ভরে থাকবে চারিপাশ। কলেজে গিয়ে সেখানে থাকা আমির গাছ থেকে আমের মুকুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন জেনে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাইয়া। আমের মুকুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
কমবেশি সব গাছেই আমের মুকুল বের হয়ে পড়েছে। আপনি আমের মুকুলের চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। ভালো লাগল আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ কলেজে ফুল গাছের পাশাপাশি আম গাছও আছে।বেশ ভালোই মুকুল হয়েছে দেখছি। আসলে কলেজে এরকম ফলের গাছ থাকলে মাঝে মধ্যে খাওয়া যায়।আগে যেহেতু কলেজে গিয়ে খেতেন সেই হিসেবে নিশ্চয়ই খুব মজা হত। এখন আর যাওয়া হয় না বিধায় খেতেও পারেন না। তবে ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো।
মধুমাস জৈষ্ঠ্যমাস আর সে মাসে মধময় আম হওয়ার জন্য এখন আমের মুকুল আসে আর এই আমের মুকুল থেকে একদিন আমে পরিনত হবে এবং আমরা তা মজা করে খাবো।দারুণ সুন্দর লাগছে ফটোগ্রাফি গুলো।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমের মুকুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া কিছু কিছু আম গাছের মধ্যে প্রথমে ফুল ফোটে। আপনি দেখছি পুরনো কলেজে গিয়ে আমের মুকুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সুন্দর করে আমের মুকুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
কিছু কিছু গাছে আসলে আগেই আমের মুকুল চলে আসে। আমের মুকুল সামনা-সামনি দেখতে দারুণ লাগে। যাইহোক আপনি আমের মুকুলের দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।