হঠাৎ করে এরকম অতিথি আপ্যায়ন পেতে সত্যিই খুব ভালো লাগে দিদি। সব থেকে ভালো লাগলো এটা জেনে যে আপনারা পুলিশ দাদার থেকে ট্রিট পেয়েছেন। হা হা হা... 🤭 খাওয়া-দাওয়া তো করেছেন মোটামুটি এটা তো ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় একটা এসি বাসের ব্যবস্থা করে দিয়েছে, এটা তো সত্যিই খুব আনন্দের ছিল। সব মিলিয়ে বলতে হয় যে দিনটা আপনাদের বেশ ভালোই গেছে।