You are viewing a single comment's thread from:

RE: "পুকুরে মাছ ছাড়ার উদ্দেশ্যে মাছ কেনার কিছু সুন্দর মুহূর্ত"

in আমার বাংলা ব্লগ6 months ago

বোন, পুকুর যদি ছোটও হয় সেখানে তেলাপিয়া মাছ চাষ করা কিন্তু বেশ লাভজনক। কারণ পুকুর ছোট হলেও তেলাপিয়া মাছ বা নাইলোটিকা মাছ এর ফলন অনেক বেশি হয়। তবে এটা ঠিক যে, মাছের গায়ের নাল বেশি কেটে গেলে মাছ বাঁচানো বেশ অসম্ভব হয়ে যায়, এজন্যই পুকুরের নয়টি মাছ মারা গেছিল আর কি। যাইহোক, যে মাছ পুকুরে ছাড়তে হয়, সেগুলোকে অতি যত্ন সহকারে আনতে হয়। তাহলে আর সমস্যা হয়না ।

Sort:  
 6 months ago 

দাদা,এটা আমরা খাওয়ার জন্যই মূলত ছাড়ার পরিকল্পনা।কিন্তু আনার জন্য সমস্যা হয়নি,উনাদের মাছ অতিরিক্ত চেপে ধরার ফলে সমস্যা হয়েছে।গাঁয়ের নাল কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলকিগুলিতে রক্ত জমাট বেঁধে গিয়েছিল বলেই মাছ মারা গিয়েছে।

 6 months ago 

আচ্ছা, এইবার বুঝতে পেরেছি বোন আসল ব্যাপারটা।

 6 months ago 

😊😊.