You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং|| সব সুখ সরকারি চাকরিজীবীদের

in আমার বাংলা ব্লগ5 months ago

সম্মান আসলে প্রত্যেকটা মানুষেরই প্রাপ্য আপু, সেটা সরকারি চাকরিজীবী হোক কিংবা রিক্সাওয়ালা। তবে এটা আমি মনে করি না যে, সরকারি চাকরিজীবীরা অনেক সুখে আছে। তাদের জীবনেও প্রচুর কষ্ট থাকে। তবে রিক্সাওয়ালাদের জীবনযাত্রা যেহেতু একটু অন্যরকম, সে ক্ষেত্রে তাদের কষ্টটাও আলাদা। আবার অনেক রিকশাওয়ালা রয়েছে যারা অনেক শারীরিক কষ্ট করেও বাড়ি ফিরে অনেক ভালো সময় কাটায় তার পরিবারের সাথে, যেটা অনেক সরকারি চাকরিজীবী পরিবারের ক্ষেত্রে দেখা যায় না। তবে বাস্তব চিত্র দেখতে গেলে আপনি দেখবেন যে, অনেক শান্তি আসলে কারো জীবনেই নেই, সেটা সরকারি চাকরিজীবী হোক বা রিক্সাওয়ালা হোক কিংবা বেসরকারি চাকরিজীবীই হোক।

Sort:  
 5 months ago 

সবাইকেই সম্মান করা উচিত তবে সরকারী লোকদের বেশি সম্মান করা হয়ে যাচ্ছে না। শান্তি কারো জীবনেই নেই। যতদিন বেঁচে থাকবে ততদিনই অশান্তি থাকবে তারপরও মানুষ একটু শান্তিতে থাকার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তবে সেই পরিশ্রমের মূল যখন কেউ দিতে না পারে তখন খুব কষ্ট লাগে। যাই হোক সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 5 months ago 

তবে সেই পরিশ্রমের মূল যখন কেউ দিতে না পারে তখন খুব কষ্ট লাগে।

হ্যাঁ আপু, একদম ঠিক কথা বলেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58495.77
ETH 2579.09
USDT 1.00
SBD 2.44