You are viewing a single comment's thread from:

RE: ছোটগল্পঃ- সুইসাইড নোট

in আমার বাংলা ব্লগ6 months ago

আপনার লেখা গল্পটা কিন্তু দারুন হয়েছে ভাই। তবে অর্পা যদি রেহান কে ভালই না বাসবে, তাহলে ইচ্ছাকৃত এক্সিডেন্ট করলো কেন এটা আমার কাছে একটা কনফিউশন থেকে গেল। অভিনয় করলে তো এতটা পারফেক্ট অভিনয় হওয়া সম্ভব নয়! আমাদের সমাজে রেহানের মতো অনেক ছেলে রয়েছে যারা এ ধরনের প্রতারণার স্বীকার হয় মেয়েদের থেকে। তবে এই কয়দিনের প্রেমের সম্পর্কে একটা মেয়ের প্রতি এতটা দুর্বল হয়ে আত্মহত্যা করাটা আমার কাছে খুব বেশি একটা ভালো সলিউশন বলে মনে হয়নি। তবে সব শেষে যে সুইসাইড নোটটা লিখে গেছে রেহান, ওটা কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। সবার কাছে ভালোবাসা যে শুধু অভিনয় নয়, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। আপনার লেখা গল্পটার ভিতরে কিন্তু দারুণ একটা মেসেজ রয়েছে ভাই।

Sort:  
 6 months ago 

গল্পটা সম্পূর্ণ কাল্পনিক ভাই। চেষ্টা করেছি সবকিছুর সংমিশ্রণে গল্পটাকে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তোলার। আপনার মন্তব্যটা পড়ে ভালো লাগলো দাদা 🌼

 6 months ago 

গল্পটা সম্পূর্ণ কাল্পনিক ভাই।

হ্যাঁ ভাই, সেটা বুঝেছি। যাইহোক, এটাই বলবো সবকিছুর সংমিশ্রণে গল্পটাকে আপনি পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সক্ষম হয়েছেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61334.44
ETH 2694.55
USDT 1.00
SBD 2.50