You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং : কথার মাধুর্যতা /by ripon40

in আমার বাংলা ব্লগ5 months ago

সুন্দর করে কথা বলার অভ্যাস করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর আপনি ঠিকই বলেছেন , হঠাৎ করে আমাদের কখন কি কথা বলতে হয় সেটা তো আমরা আগে থেকে চিন্তা করে রাখি না। এজন্য সবসময় চেষ্টা করা উচিত কম কথা বলা এবং বুঝে শুনে তারপর মুখ থেকে কথা বের করা। আর আগেরকার মানুষের কথা বললেন, তখনকার মানুষ আরো বেশি হিসাব করে কথা বলতে এবং মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলতো। এজন্য খুব বেশি একটা সমস্যা হতো না। কিন্তু এখনকার সময়ের মানুষ তো সে সব কিছুর ঊর্ধ্বে।। এই জন্য এরকম অবস্থা সমাজের।বেশ সুন্দর একটা টপিক্স নিয়ে আলোচনা করেছেন ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58248.35
ETH 3136.18
USDT 1.00
SBD 2.36