You are viewing a single comment's thread from:

RE: নিজের সমর্থ্য অনুযায়ী দান করা উচিত।

in আমার বাংলা ব্লগ6 months ago

এটা একদম ঠিক বলেছেন দাদা , অনেক টাকা ইনকাম করে দান করবো, বড়লোক হলে দান করবো, দান ব্যাপারটা সেইরকম না। এখন আমি যে অবস্থায় আছি এবং আমার যতটুকু সামর্থ্য আছে সেই হিসাবে যদি দান করি সেটাই প্রকৃত দান হবে। নিজের যতটুকু সামর্থ্য আছে সেই হিসেবে অন্যের উপকার করা উচিত। হ্যাঁ দাদা এটা ঠিক কথা বলেছেন, আজকাল অনেকে দেখিয়ে দেখিয়ে দান করে, তবে কেউ যেভাবেই দান করুক না কেন, মানুষের উপকার হওয়া নিয়ে কথা। এই শীতের সময় অনেকেই কষ্টে আছে। আমাদের এই সময়ে সবাইকে শীত কাপড় দিয়ে একটু সাহায্য করা উচিত। আমি আমার পুরনো কাপড় গুলো বিভিন্ন গ্রুপের মাধ্যমে গরিব মানুষকে দান করে থাকি প্রতি বছর।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43