You are viewing a single comment's thread from:
RE: মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #১৪
বিবরণ: শীতের সকাল অনেক শান্ত থাকে । বেশি শীতের কারণে খুব সকালে মানুষ ঘুম থেকে ওঠে না, এই জন্যই এই শান্ততা দেখা যায়। ঘন কুয়াশার কারণে সকালটা অন্য সময়ের মতো উজ্জ্বলও দেখায় না। পুরনো দিনের সাদাকালো টিভির ছবির মতো সাদা কালো একটা পরিবেশ দেখা যায় এই শীতের সকালে। বাংলাদেশ ভ্রমণে থাকা অবস্থায় শীতের কোনো এক সকালে খালের পাড় থেকে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম কিছুদিন আগে।
ডিভাইস: SAMSUNG M31s |
---|
ফোকাল ল্যান্থ : 5.23 mm |
---|
ফ্ল্যাশ : ফ্ল্যাশ নেই |
---|
ইডিটেড অর নন ইডিটেড : নন ইডিটেড |
---|
সাদাকালো মাস্ট
আমি তো দাদা প্রথমে কনফিউশনে ছিলাম, এই ফটোগ্রাফি টা সাদা কালো হিসেবে যায় কিনা তাই নিয়ে। যাই হোক, ফটোগ্রাফি টা শেষ পর্যন্ত সাদা কালো হিসেবে একসেপ্ট হয়েছে জেনে ভালো লাগলো। 😍