মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #১৪
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।
ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।
আজকের টপিক্স: সাদাকালো শীতের সকাল
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
- ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
- ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
- ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
- ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
- সময়সীমা সাত দিন।
এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।
পুরস্কার থাকছে:
প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।
প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




যেহেতু শীতকাল চলছে ফটোগ্রাফি যে শীত বিষয়ক হবে এটাই স্বাভাবিক। তবে সাদাকালো শীতের সকাল এটা নিয়ে আমার একটু দ্বিধা রয়ে গেল। তবে ফটোগ্রাফি কনটেস্ট এর টপিকস টা ভালো ছিল। আশাকরি প্রতিযোগিতা টাই অংশগ্রহণ করব।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
অনেক দিন যাবৎ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারছি না। এই সাপ্তাহের প্রতিযোগিতাটি আর মিস করবো না। তাছাড়া এখন নতুন মোবাইল আছে,হে হে হে। ধন্যবাদ।
আমি গত সপ্তাহের মতো এই সপ্তাহে ও, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব। এই সপ্তাহের ফটোগ্রাফির টপিকটা আমার কাছে বেশি ভালো লেগেছে। সাদা কালো শীতের সকাল এর ফটোগ্রাফি কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আসলে মোবাইলের গ্যালারিতে অনেক ফটোগ্রাফি রয়েছে। আর এরকমভাবে সেগুলো শেয়ার করতে পারলেও খুব ভালো লাগবে। চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য।
সাদাকালো শীতের সকাল বেশ চমৎকার ফটোগ্রাফির প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। অবশ্যই আমি অংশগ্রহণ করার চেষ্টা করবো। সবার সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।
বরাবরের মতো এবারও চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। এবারের টপিক্সটা ও দারুণ লেগেছে। একেবারে সময়োপযোগী একটি টপিক্স। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাদাকালো শীতের সকালের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মোবাইলের গ্যালারিতে অজস্র ছবি রয়েছে। আসলেই অনেক ছবি রয়েছে যেগুলো মাস্টারপিসের আওতাভুক্ত হতে পারে। যেগুলো আমরা ফেলে রেখেছি। আপনার এই মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার মাধ্যমে চেষ্টা করব সেখান থেকে সেরা একটা ছবি নিয়ে আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার।
অও,এইবারের প্রতিযোগিতার বিষয়টি দারুণ হয়েছে দাদা।একদম সময় উপযোগী,অবশ্যই চেষ্টা করবো অংশ নেওয়ার জন্য।তাছাড়া সাদাকালো ছবিতে অনেক দৃশ্য ফুটিয়ে তোলা হবে নতুন আঙ্গিকে, যেটা দেখতে পাবো।ধন্যবাদ আপনাকে সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
This contest has been included in the daily Active Contest List
🌟 Contest alerts are now proudly sponsored by the WOX community! 🌟
Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem
[বি.দ্র:প্রথমত সাদাকালো শীতের সকাল বলতে আমি ঠিক বুঝিনি দাদা।তবে এই ছবিটি এডিট করে সাদাকালো করার প্রয়োজন হয়নি।কারণ এটি সাঁঝসকালে তোলা ছবি তাই এমনিতেই সাদাকালো।এইজন্য গ্যালারির কোনা থেকে এটাই শেয়ার করলাম।)
এটি কি সাদা কালো এডিট করা হয়েছে ?
না দাদা,এমনিই এভাবে তোলা খুব ভোরে।