এই পুজো প্যান্ডেলটি যে ক্লাব আয়োজন করেছিল সেই ক্লাবের নাম হলো আমরা ক'জন ক্লাব। এটি আমার বাড়ির খুব কাছের একটি ক্লাব। এই বছর এই ক্লাবের পুজোর থিম ছিল বন্যপ্রাণী সংরক্ষণ। কালী পুজোর সময় আমি এই পুজো প্যান্ডেলটা দেখতে দুই থেকে তিনবার গেছিলাম। বারাসাতের কালী পুজো গুলো খুবই বড় আকারের হয়। আমিও দিদি আপনার মত পরিবারের লোক নিয়ে একদিন বারাসাতের পুজো প্যান্ডেল গুলো ঘুরতে বেরিয়েছিলাম। নীলগঞ্জে এবার সত্যিই অনেক বড় করে পুজো প্যান্ডেল করেছিল। নীলগঞ্জের সবকয়টি পুজো প্যান্ডেলও আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম। এতদিন পরে এসে কালী পুজো প্যান্ডেলের এই ফটোগ্রাফি গুলো দেখে পুজোর সময়কার কথাগুলো মনে পড়ে গেল, বেশ ভালো লাগলো ।
হ্যাঁ ঠিক বলেছেন ভাই, বারাসাতের কালীপুজো গুলো অনেক বড় করে হয়। অনেকদিন পর কালী পুজো প্যান্ডেলের ফটোগ্রাফি গুলো দেখে আপনার পুজোর সময়ের কথা মনে পড়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।