You are viewing a single comment's thread from:

RE: টিকিটের মূল্য

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা তোমার সফল ভাবে টিকিট কাটার ঘটনাটি শুনে অবাক হয়ে গেলাম। টিকিট চেকারকে এত ভয় পাওয়ার কোন দরকার নেই। নতুন এক নিয়ম হয়েছে দাদা দূরপাল্লার ট্রেনগুলোতে ট্রেনে থাকা অবস্থায় ট্রেনের টিকিট কেটে নেয়া যাবে। যদিও সে ক্ষেত্রে টিকিটের দামের উপর ২৫০ টাকা এক্সট্রা পে করতে হবে । তবে সে ক্ষেত্রে এত দৌড়া দৌড়ি এবং রিক্স নেয়ার কোন ব্যাপার থাকবে না। যদিও তোমাদের দূরপাল্লার কোন জার্নি ছিল না তাও ইনফরমেশনটা জানিয়ে রাখলাম যদি কোনদিন কাজে লাগে। তুমি যে কাজগুলো টিকিট কাটার জন্য করেছো সেই কাজগুলো কয়েক বছর আগে আমিও করেছিলাম একবার কিন্তু এখন টিটি কে আর ভয় লাগে না ।অনেক জায়গায় চলে যায় টিকিট না কেটেই....হিহি 🤭

Sort:  
 2 years ago 

টিটির কাছে নিজে গেলেও সমস্যা থাকে না তবুও টেনশনে মাথা কাজ করে না। 🥲

২৫০ টাকা বেশি দিয়ে টিকিট কাটা যায়, বিষয়টা জানা নেই তো। কি ব্যাপার বলতো

 2 years ago 

দাদা দূরপাল্লার ট্রেনের টিকিট সাধারণত ১০ থেকে ১২ দিন আগেই কাটতে হয়, না হলে সিট পাওয়া যায় না। আর তৎকালের টিকিট পাওয়া প্রচন্ড সমস্যার কাজ যেটা ২৪ ঘন্টা আগে পাওয়া যায়। তৎকালের টিকিট সবাই পায়ও না। এইজন্য ভারতীয় রেলে নতুন নিয়ম হয়েছে টিকিট না কেটেও কেউ যদি দূরপাল্লার ট্রেনে উঠে পড়ে তাহলে ট্রেনে উঠে সে ট্রেনের টিকিটের দামের সাথে ২৫০ টাকা এক্সট্রা ফাইন দিয়ে টিকিট কেটে নিতে পারবে অর্থাৎ সে যাত্রাটা করতে পারবে তার যদি এমার্জেন্সি হয় যেটা আগে করা যেত না । অনেক সময় ট্রেনের সিট ফাঁকা থাকে সে ক্ষেত্রে সেই সিট গুলো তারা ব্যবহার করতেও পারবে।

 2 years ago 

এটা আমার জানা ছিলো না। বলে ভালোই করলে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58400.82
ETH 2567.08
USDT 1.00
SBD 2.38