You are viewing a single comment's thread from:
RE: রেসিপি : বেগুন, মুলো, টমেটো ও আলু দিয়ে রুই মাছের ঝোল
রান্না তো বেশ ভালই করতে পারো দাদা। শীতকালে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় সেসব দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। আমি এই রেসিপিটি করলে দাদা মুলো ব্যবহার করব না কারণ মুলো আমি তরকারিতে তেমন একটা খাই না। মুলো একমাত্র ভাজাই খাই।
নিজের বাঁচার তাগিদে শিখে নিয়েছি ভাই।
মুলো বদনাম আছে সেজন্যই কি তরকারিতে খাও না? 😁
হিহিহি.. হ্যাঁ দাদা🤣🤣 তাছাড়াও এর একটা গন্ধ রয়েছে যেটা তরকারিতে একটু বেশি লাগে, ভাজা খেতে সমস্যা হয় না বেশ ভালোই লাগে।