RE: শৈশবের কিছু দুঃসাহসিক এডভেঞ্চার এর স্মৃতি
দাদা, আমারও শৈশব গ্রামেই কেটেছে । এরকম মজার মজার দুঃসাহসিক শৈশবের ঘটনা আমার অনেকগুলো রয়েছে তার মধ্যে থেকে তোমার শেয়ার করা প্রথম ঘটনাটি পুরোপুরি আমার ঘটনার সাথে মিলে গেল । একবার মাছ ধরতে গিয়ে আমাদের জালে বড় ঢোড়া সাপ বেঁধে যায়। আমরা তো সবাই ভয়ে জাল ছেড়ে পালিয়ে যাই । আমাদের বাড়ির পাশে খাল ছিল। আমরাও সেই খাল থেকে বিভিন্ন ধরনের মাছ জাল দিয়ে ধরতাম । একবার মাছ ধরতে গিয়ে বিলের অথৈ জলের মধ্যে নৌকাডুবি ঘটেছিল সেই কথা মনে পড়লে এখনো বুকের মধ্যে আতঙ্ক জেগে ওঠে । সময়টা বর্ষাকাল ছিল তাই বিলে জলের পরিমাণ অনেকটাই বেশি ছিল । আমি আর আমার একটা বন্ধু ডিঙ্গি নৌকা করে বিলে গেছিলাম বড়শি দিয়ে মাছ ধরতে । খুব ভালো মাছ পাওয়া যাচ্ছিল আমাদের বড়শিতে। মাছ ধরতে ধরতে যখন বড়শিতে একটি বড় একটি রুই মাছ ধরা পড়ে। সেই রুই মাছ তুলতে গিয়ে আমরা আমাদের ডিঙ্গি নৌকার ভারসাম্য হারিয়ে ফেলি ।পরে বিলের সেই অথৈ জলের মধ্যেমধ্যে আমরা দুজনে ডুবে হাবুডুবু খাই। সাঁতারে পারদর্শী থাকায় সেই যাত্রায় আমরা বেঁচে বাড়িতেই ফিরি । তোমার শেয়ার করা ঘটনা শুনে আমার সেই ফেলে আসা পুরনো স্মৃতি গুলো পুনরায় মনের মধ্যে জেগে উঠলো।
Thank You for sharing Your insights...