ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মধ্যে তোলা কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আজ আমিও অনেকটাই ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে প্রথমেই তোমাদেরকে স্বাগতম জানাই । আজকের ব্লগে তোমাদের সাথে আমি কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এই ফটোগ্রাফি গুলো কিছুদিন আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল গিয়ে আমি তুলেছিলাম। এই শীতকালে বিভিন্ন জায়গায় ঘুরতে খুবই ভালো লাগে। সেই জন্য প্লান করে কয়েকদিন আগে আমি আমার এক বন্ধুর সাথে গেছিলাম কলকাতার খুবই ফেমাস ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে। আমি দুপুরের পরেই এখানে গেছিলাম। সেখানে যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গেছিল তারপরও সেখানে পৌঁছে চারপাশ সুন্দর করে ঘুরতে ঘুরতে যে ফটোগ্রাফি গুলো করেছিলাম সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ফটোগ্রাফি গুলো তোমাদের ভালো লাগবে।

20230117_161715.jpg
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রাণী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। এটি সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি । এটি কলকাতার খুবই গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। প্রতিদিন হাজার হাজার মানুষ এটি দেখার জন্য যায়। এটিকে কলকাতার তাজমহলও বলা হয়।

20230117_163618.jpg
ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সব থেকে যে বড় গম্বুজ রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মধ্যে ঢুকে ভিতর থেকে তোলা সেই গম্বুজের চিত্র। এটি এতটাই বিশাল ছিল এর নিচে দাঁড়িয়ে, উপরের দিকে যখন তাকাচ্ছিলাম মাথা ঘোরাচ্ছিল এর বিশালতা দেখে।

20230117_161720.jpg
ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সামনে থাকা সুবিশাল মাঠ এবং চারপাশের মনোরম সুন্দর প্রকৃতি। বিভিন্ন ধরনের গাছপালা, ফুলের বাগান দিয়ে ভরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এর চারপাশ। এরকম সুন্দর পরিবেশে বসে সময় কাটাতে খুবই ভালো লাগে। এইখানে আমি অনেকটা সময় কাটিয়েছিলাম এই খোলা মাঠে বসে।

20230117_160640.jpg
ভিক্টোরিয়া মেমোরিয়াল এর পিছনের দিকে থেকে তোলা হয়েছিল এই ফটোগ্রাফিটি বিকালের সময়টাতে। এখানে যে মূর্তিটা দেখা যাচ্ছে এটা অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছিল, আমি খুব কাছে গিয়ে দেখেছিলাম কিন্তু মূর্তিটা কার ছিল আমি সেই সম্পর্কে বিস্তারিত ঠিক জানিনা।

20230117_155749.jpg
ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মধ্যে দাঁড়িয়ে সূর্য ডুবে যাওয়া দৃশ্য দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল। এখান থেকে খুব সুন্দর করে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য দেখা যায় । এই সময়টা এখানে বসে বসে ইনজয় করতেও খুব ভালো লাগে।

20230117_155747.jpg
পড়ন্ত বিকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সামনে থেকে এই ফটোগ্রাফিটি নিয়েছিলাম। অত্যন্ত আকর্ষণীয় লাগছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালকে সামনের দিক থেকে দেখতে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যে ফুলের বাগান করা ছিল সেই ফুলগুলো সৌন্দর্য মুগ্ধ করে দিয়েছিল আমাকে।

20230117_174319.jpg
সন্ধ্যার একটু আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর পিছনের দিক থেকে এই ফটোগ্রাফিটি নিয়েছিলাম। সন্ধ্যার সময় কাছে গিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল।

20230117_174107.jpg
সন্ধ্যার একটু পরে যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে থাকা লাইট গুলো জ্বলে ওঠে তখন ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে দেখতে অনেকটা গোল্ডেন কোন বিল্ডিং এর মত মনে হয়। সন্ধ্যার পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর ভিতর থেকে বের হয়ে যেতে হয় সবাইকেই, যাওয়ার পথে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায় সেখান থেকে যেতেই ইচ্ছা করে না । যাওয়ার পূর্বের মুহূর্তেই এই ফটোগ্রাফিটি করেছিলাম।


ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: ময়দান, কলকাতা ,ওয়েস্ট বেঙ্গল।

ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে তোলা কিছু ফটোগ্রাফি নিয়ে শেয়ার করা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করার মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 

সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60085.46
ETH 2416.33
USDT 1.00
SBD 2.43