বাইরে থেকে টুকটাক খাওয়া দাওয়া করা

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে বাইরে গিয়ে টুকটাক খাওয়া দাওয়া করা নিয়ে কিছু কথা তোমাদের সাথে আসলে শেয়ার করব। তোমরা সবাই জানো যে, বাইরে গিয়ে টুকটাক খাওয়া-দাওয়া করতে আমার অনেক ভালো লাগে । এর আগেও তোমাদের সাথে বাইরে খাওয়া-দাওয়া করা নিয়ে অনেক ব্লগ শেয়ার করেছি। আসলে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের খাবার টেস্ট করার সুযোগ হয়।

20250112_171124.jpg

20250112_171232.jpg

এই তো কয়েকদিন আগেই আমি এবং দাদা মিলে ঘুরতে গেছিলাম একটি জায়গায়। আসলে সেই জায়গায় বিলের মত বেশ অংশ রয়েছে এবং সেই জায়গা গেলে সুন্দর একটা প্রকৃতি দেখার সুযোগ হয়। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। সেই কারণে আমরা স্কুটি নিয়ে এখানে গেছিলাম। এখানে গিয়ে খাবারের দোকান পেয়ে আমরা চিকেন পাকোড়া এবং চাওমিন খেয়েছিলাম। যাই হোক, সেখানে গিয়ে খাবারের দাম মোটামুটি আমাদের কাছে ঠিকই লাগে। এরকম একটা জায়গায় সাধারণত খাবারের দাম তুলনামূলক বেশি হয়। তবে আমাদের কাছ থেকে খুব বেশি একটা দাম নেয়নি। খাবার অর্ডার করার পর গরম গরম খাবার আমাদের টেবিলে চলে আসে। তারপর আমরা দু'জনে খাবারটা বেশ ভালোভাবে এনজয় করি। এরপর কিছু সময় গল্প করি এবং আশেপাশের প্রকৃতি দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করি।

20250112_171130.jpg

20250112_171226.jpg

20250112_171119.jpg


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীলাইফ স্টাইল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

আপনি এবং আপনার দাদা মিলে বিলের ধারে ঘুরতে গিয়েছেন সেখানে গিয়ে বেশ মজার মজার খাবার খেয়েছেন দেখছি। আমার তো এসব খাবার খেতে ভীষণ ভালো লাগে। চাওমিন আমার খুব পছন্দ। দাদার সাথে কাটানো দারুন একটি খাওয়া দাওয়ার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। দারুন একটি পোস্ট পড়ে খুব ভালো লাগলো।

 7 months ago 

আপনি এবং আপনার দাদা দুজনে মিলেই ঘোরাঘুরি করতে গিয়েছেন এবং সেখানে গিয়ে খাওয়া-দাওয়া করেছেন। সেই ছবিগুলো আবার আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে দাদা। আসলে পর্যটন স্পট গুলোতে খাবার বা বিভিন্ন জিনিস যেটাই থাকুক না কেন সব কিছু দাম একটু বেশি হয়ে থাকে। যেহেতু আপনারা রিজেনেবল প্রাইসে পেয়েছেন তাহলে তো ভালোই হলো।

 7 months ago 

ভালো লাগলো আপনি বাইরে খাওয়া দাওয়ার মুহূর্তটি শেয়ার করলেন। চিকেন পাকোড়া আর চাউমিন দেখে তো খেয়ে নিতে ইচ্ছে করছে। মাঝে মধ্যে যদি কোন ফ্রেন্ডের সাথে কিংবা বড় ভাইদের সাথে বসে খাওয়া-দাওয়া করা যায় অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য আমাদের সাথে।

 7 months ago 

আসলে বিলের দিকে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। আপনারা বিলের দিকে ঘুরাঘুরি করে চিকেন পকোড়া এবং চাওমিন বেশ মজা করে খেয়েছেন তাহলে। বাহিরে গিয়ে এই ধরনের খাবার খেতে বেশ ভালোই লাগে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

সন্ধ্যার আগে পরে বাইরে গিয়ে এরকম খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। আপনারা দুজনে মিলে চাউমিন এবং চিকেন পাকোড়া খেয়েছেন। আপনাদের কাটানো মুহূর্তগুলো দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110691.52
ETH 4271.57
USDT 1.00
SBD 0.82