লাইফ স্টাইল || ক্ষেতে গিয়ে লাল শাক এবং পালং শাক কিনে নিয়ে আসলাম
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে ক্ষেতে গিয়ে লাল শাক এবং পালং শাক কিনে নিয়ে আসা সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। এখন শীতের সময় চারিপাশে শাকসবজির সমারোহ অনেক দেখা যাচ্ছে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই বাজারে গেলেই প্রচুর ভ্যারিয়েশনের শাকসবজি দেখতে পাওয়া যায়। সকালে অথবা রাতে গিয়ে বাজার থেকে সাধারণত বাজার করে থাকি বিভিন্ন ধরনের শাকসবজি। তবে মাঝে মাঝে টাটকা শাক-সবজি কেনার জন্য চলে যাই ক্ষেতে। আসলে ক্ষেত থেকে শাকসবজি কেনার অভ্যাস আমার বেশ কয়েক বছর ধরে গড়ে উঠেছে।
অনেক আগে আমার পরিচিত দাদাদের সাথে যেতাম শাকসবজি ক্ষেতে শাকসবজি কেনার জন্য। তবে এই বছর আমি নিজেই যাচ্ছি এই শাকসবজি গুলো কেনার জন্য। বেশ কিছুদিন আগেও অনেক দূরের একটি জায়গা থেকে বাড়ির জন্য শাকসবজি কিনে নিয়ে এসেছিলাম। তবে আমাদের বাড়ির কাছাকাছি জায়গাও শাকসবজি টাটকায় কিনতে পাওয়া যায়। আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে গেলেই রয়েছে বিশাল শাকসবজির ক্ষেত। সেখানে আসলে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়।
বিভিন্ন মৌসুমে তাই বিভিন্ন ধরনের শাকসবজি সেখানে কিনতে পাওয়া যায়। ক্ষেত থেকে শাকসবজি কিনলে কিছুটা কম দামে কেনা যায়। তবে অনেক কম দামে কেন যাই সেটা বলবো না কিন্তু এটার গ্যারান্টি থাকে যে একদম টাটকাই কেনা যায়। কারণ পছন্দমত শাকসবজি বলার পরেই তারা ক্ষেত গিয়ে সেগুলো তুলে দেয়। আজকে বিকালের সময় গেছিলাম আমাদের কাছাকাছি এরকম একটি শাকসবজি ক্ষেতে। সেখানে বর্তমানে পুঁইশাক,লালশাক,পালংশাক, কুমড়ো শাক ইত্যাদি শাকগুলোই বেশি দেখতে পেয়েছিলাম। যাইহোক,বিকালে সেখানে গিয়ে দেখি ক্ষেত থেকে তারা এই শাকগুলো তুলছে বাজারে নিয়ে যাওয়ার জন্য।
আসলে সেখানে এই দৃশ্য দেখে সাথে সাথে কেনার ইচ্ছা হয়। আসলে এরকম টাটকা শাকসবজি সবারই অনেক বেশি পছন্দের হয়। যাইহোক, এই শাকগুলো তুলতে দেখে আমি এক আঁটি লালশাক এবং এক আঁটি পালংশাক নিলাম। লাল শাকের দাম তুলনামূলক কম নিলেও পালং শাকের দাম কিছুটা বেশি নিয়েছিল। আসলে বাজারের তুলনায় কম নিয়েছে কিন্তু নরমালি দাম বেশি নিয়েছে আমার মতে।এরা যেখানে লাল শাকের আঁটি দশ টাকা করে আর পালন শাকের আঁটি নিল কুড়ি টাকা করে। যাইহোক, কেনাকাটা শেষ করে তাদের টাকা পরিশোধ করে খুশি খুশি বাড়ি ফিরি আজ।ফেরার পথে মাকে ফোন করে জানাই যে সবজি ক্ষেত থেকে আমরা এই পালংশাক এবং লালশাক কিনে আনছি যা দিয়ে আজ রাতে তরকারি এবং লাল শাকের টক খাওয়া হবে। মা শুনেও তাতে রাজি হয়ে যায় ওভারল কেনাও যে সার্থকতা পাবে সেটাই ঘটে। আজকে বিকালে বের হয়ে বেশ ভালোই হয়েছিল টাটকা পালংশাক এবং লাল শাক খাওয়ার সুযোগটা পেয়েছিলাম।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ভিডিওগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা,পশ্চিমবঙ্গ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি খুবই ভালো একটা কাজ করেছেন ভাইয়া বাজার থেকে নাকি না ক্ষেত থেকে কিনে। বাজারে জিনিসের দাম অনেক বেশি থাকে এখান থেকে যেমন টাটকা সবজি পাওয়া যায় ঠিক তেমনিভাবে দামের পরিমাণটাও কিছুটা কম পাওয়া যায়।
হ্যাঁ ভাই, এটা একদম বাস্তব কথা।
একেবারে গ্রামের ক্ষেতে গিয়ে এইরকম শাক কিনে নিয়ে আসলে প্রথমত আপনি ফ্রেশ পাবেন দ্বিতীয়ত দাম অনেক কম পাবেন। এগুলো যখন বাজারে আসে তখন কিছুটা দেরিও হয়ে যায় আবার কয়েকবার হাত পরিবর্তন হওয়াই দামটাও বেড়ে যায়। দারুণ লাগল আপনার পোস্ট টা ভাই।
আমার এই পোস্ট টি যে আপনার কাছে দারুণ লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম ভাই আমি।
ক্ষেতে গিয়ে টাটকা শাক সবজি কেনার মজাই আলাদা। ক্ষেতে গিয়ে লালশাক এবং পালংশাক কিনেছেন, জেনে খুব ভালো লাগলো। এই দুটি শাক আমার খুব পছন্দ। আমি গতকালকে বাজার থেকে বিভিন্ন ধরনের সবজির সাথে লালশাক এবং পালংশাক কিনেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার এই সুন্দর মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।