বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করবো। আমি প্রত্যেক সপ্তাহেই তোমাদের সাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করে থাকি। কয়েকদিন আগে আমি চন্দ্রমল্লিকা ফুল নিয়ে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর সেদিনই বলেছিলাম কয়েকদিন পর আমি চন্দ্রমল্লিকা ফুল নিয়ে আরও একটি ফটোগ্রাফি মুলক পোস্ট তোমাদের সাথে শেয়ার করবো। আজকে মূলত সেই ফুলেরই কিছু ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করবো। আজকের চন্দ্রমল্লিকা ফুলটি হলো সাদা কালারের। আর সেদিন বলেছিলাম যে মা যে দুটো ফুল গাছ নিয়ে এসেছিল তার মধ্যে একটি গাছে তো গাছগুলো নিয়ে আসার কদিন পরেই ফুল এসেছিল। আর আজকের শেয়ার করা ফুলের গাছটির ফুলগুলো একটু দেরিতেই ফুটেছে। কারণ মা যখন ফুলের গাছ দুটো এনেছিল এই গাছের কুঁড়ি গুলো অনেকটাই ছোট ছিল। তাই এর ফুলগুলো একটু দেরিতে ফুটেছে। আজকে সকালবেলা আমি যখন ছাদে যাই তখন এই সাদা চন্দ্রমল্লিকা ফুল গাছটিতে দেখি অনেক ফুলের সমারোহ। ফুল গাছটিতে এত ফুল একসাথে ফুটেছে যা দেখেই মন শান্তি হয়ে গেল। পাশাপাশি আগের দিনে শেয়ার করা ওই গোলাপি কালারের চন্দ্রমল্লিকা গাছটিতেও ফুল ছিল। দুটো গাছে একসাথে এত ফুল দেখে সত্যি অনেক ভালো লাগছিল। তাই আমি আর সময় নষ্ট না করে সাথে সাথেই ফুল গাছগুলোর কিছু ফটোগ্রাফি করে নেই। আর যা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ফটোগ্রাফি গুলো তোমাদের ভালো লাগবে। যাইহোক, আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।





◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


সাদা কালারের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আমার কাছে আপনার প্রতিটি ফটোগ্ৰাফি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন আপনার ফটোগ্ৰাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সাধারণ চন্দ্রমল্লিকা ফুল গুলো দেখতে কিন্তু অসাধারণ হয়। আর আপনি তো টবের ফুল গাছের ছবি তুলেছেন এই চন্দ্রমল্লিকা গুলো যখন মাটিতে হয় ফুলের আকার আরো বড় হয়। খুব ভালো লাগছে আপনার ছবিগুলো। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে যেন।
"চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে! সাদা ফুলগুলোর সমারোহ সত্যিই মনকে প্রশান্তি দিয়ে। সাদা চন্দ্রমল্লিকার একসাথে ফুটে ওঠা দৃশ্য এক অদ্ভুত শান্তি দেয়। আপনার এই সুন্দর ফটোগ্রাফি মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
বর্তমান সময়ে আমাদের দেশে ও অনেক প্রজাতির এবং অনেক রঙের চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাওয়া যায়। আমি লক্ষ্য করে দেখছি অন্যান্য রঙের থেকে সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুল দেখতে একটু বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এক সাথে এতো গুলো ফুল ধরেছে আপনার চন্দ্রমল্লিকা গাছে দেখে চোখ জুড়িয়ে গেলো।দারুণ সব ফুল।সাদা কালারের চন্দ্রমল্লিকা দেখতে বেশি সুন্দর লাগে।ধন্যবাদ আপনাকে সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আরে বাহ্ আপনি অনেক চমৎকার ভাবে এই সাদা চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছেন তো। আমার কাছে কিন্তু ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লেগেছে। চন্দ্রমল্লিকা ফুল আমার খুবই পছন্দের। বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ফুল আমার অনেক ভালো লাগে। তার মধ্যে সাদা কালার অন্যতম। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন।
আন্টির পছন্দকে প্রশংসা করতে হয়। কারণ গত পর্বে যে ফুলের ফটোগ্রাফি গুলো দেখেছিলাম বেশ সুন্দর ছিল ফুলের গাছটি। এখনের গাছেও অনেকগুলো ফুল ফুটেছে। সাদা চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি অনেক বড় সাইজের গাছ। অনেকগুলো ফুল ফুটেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
বাহ্ দারুণ তো,গাছে তো দেখছি বেশ ভালোই চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই দারুণ হয়েছে। সাদা কালার ছাড়াও বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুল দেখতে খুব সুন্দর লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।