কমলা গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ9 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মূলক একটি পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা পোস্টের ফটোগ্রাফিটি হলো কমলা গাছের ফটোগ্রাফি। কমলা লেবু আমাদের সবার পরিচিত একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। এই কমলালেবু শুধু খেতেই সুস্বাদু এমনটা নয় এই ফলে রয়েছে নানা ধরনের ভিটামিন ও খনিজ উপাদান। কমলালেবু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে সাহায্য করে। হজম শক্তি বাড়ায়। রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে এই কমলা লেবুর। এই কমলালেবু হলো ভিটামিন সি এর অন্যতম প্রধান উৎস। আমি যে কমলা লেবু গাছের ফটোগ্রাফি করেছি এটি একটি নার্সারি থেকে করা। সেই নার্সারির একটি লোক বলছিল এই গাছে নাকি বারোমাসি কমলালেবু হয়ে থাকে।তবে শীতকালে কমলা লেবু সব থেকে বেশি হয়ে থাকে। আমার শেয়ার করা কমলালেবুর গাছটি খুব বেশি বড় ছিলো না। তবে গাছে অসংখ্য কমলা ধরে ছিল। এই জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগছিল। তবে এই কমলাগুলো ফটোগ্রাফিতে যা দেখা যাচ্ছে তার থেকে সামান্য আরেকটু বড় হবে। এগুলো ছোট জাতের কমলালেবু। এমনটাই বলেছিল সেই নার্সারীতে থাকা লোকেরা। আমার বাড়ির ছাদ বাগানেও একটি কমলা লেবু গাছ রয়েছে। কমলাগুলো খেতে একটু টকটক হলেও গাছে অসংখ্য কমলালেবু ধরে থাকে। এই গাছটিতেও সেরকমই দেখা যাচ্ছিল। যা দেখতেই অনেক সুন্দর লাগে। যাইহোক, নাসারী থেকে তোলা, সেই কমলালেবু গাছের ফটোগ্রাফি আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা কমলালেবু গাছের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250714_181525_2.jpg

IMG_20250714_181524.jpg

IMG_20250714_181528_1.jpg

IMG_20250714_181528.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

কমলা গাছের চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ ভালো লাগলো দেখে। ফটোগ্রাফি গুলির সাথে বর্ণনাও খুবই তথ্যবহুল দিয়েছেন।

 8 days ago 

আজকে আপনি খুব সুন্দর করে কমলা গাছের ফটোগ্রাফি করেছেন। তবে নার্সারি বাগানে গেলে কমলা গাছ দেখা যায় ছোট ছোট। এবং গাছগুলোর মধ্যে কমলা দেখা যায়। তবে আমাদের এইখানেও নার্সারি বাগানে গেলে বলে বারো মাস গাছের মধ্যে কমলা ধরে থাকে। আপনার কমলা গাছের চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো।

 5 days ago 

আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে৷ কিছুদিন আগে আমি এই ফটোগ্রাফি করেছিলাম এবং ফটোগ্রাফি এখনো পর্যন্ত হয়তো আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তবে আজকে আপনার কাছ থেকে এই কমলা গাছের ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগছে৷ খুব সুন্দরভাবে আপনি এই ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ তবে আপনি যে কমলা শেয়ার করেছেন সেটি একটু ছোট৷ আর আমি যে ফটোগ্রাফি করেছিলাম সেটি আরো একটু বড় ছিল৷

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112440.68
ETH 4342.16
SBD 0.84