ভ্রমন: মৌসুনি আইল্যান্ড (পর্ব- ০৮)

in আমার বাংলা ব্লগ9 months ago

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমি খুব বেশি একটা ভালো নেই কারণ আমার বেশ কিছু দিন ধরে জ্বর।

আজকের নতুন একটি ব্লগে প্রথমেই সবাইকে স্বাগতম জানাই। তোমরা সবাই জানো যে, বেশ কিছুদিন আগে আমি বন্ধুদের সাথে মৌসুনি আইল্যান্ড নামক একটি জায়গায় ঘুরতে গেছিলাম ।

এই মৌসুনি আইল্যান্ড ঘুরতে যাওয়া নিয়ে অলরেডি তোমাদের সাথে পূর্বে সাতটি পর্ব শেয়ার করেছি। আজকে আমি সবার সাথে অষ্টমতম পর্বটি শেয়ার করতে যাচ্ছি।


সপ্তম পর্বের লিঙ্ক

20230731_173352.jpg

20230731_173357.jpg

গত পর্বেই তোমাদের বলেছিলাম আমাদের গন্তব্য ছিল সম্পূর্ণভাবেই অজানা। এভাবে সমুদ্র সৈকতের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাদের চোখে সুন্দরবনের বৈশিষ্ট্যযুক্ত অসংখ্য গাছের দেখা মেলে। বই-পুস্তকে সুন্দরবন অঞ্চলের গাছপালার বৈশিষ্ট্য সম্পর্কে অনেক পড়েছি এবং বিভিন্ন ভিডিওতে এই গাছগুলো দেখার সুযোগ হয়েছে তাই সহজেই সেই গাছগুলোকে আমরা চিনতে পেরে গেছিলাম। তবে আমরা এরকমভাবে এখানে বিস্তৃত লবনাক্ত অঞ্চলের গাছ দেখতে পারব, এটা আমাদের জন্য অবাক করার বিষয় ছিল ।

20230731_173436.jpg

20230731_173518.jpg

যদিও প্রথম অংশে আমরা যে গাছগুলো দেখেছিলাম সবগুলোই মৃত ছিল বলে মনে হচ্ছিল। গাছের উপরের অংশগুলো যে কেউ কেটে নিয়ে গেছে এবং কান্ডের কিছু অংশ এবং গাছের গোড়ার দিকের কিছু অংশ বিস্তৃতভাবে পড়ে ছিল এই সমুদ্র সৈকতের এই অংশে। তবে সেগুলোর মধ্যে কিছু কিছু সবুজ পাতাযুক্ত গাছ ছিল, যেগুলো জীবিত ছিল। আমরা এখানে গিয়ে সমুদ্র সৈকতের উপর এরকম সুন্দরবনের লবনাক্ত অঞ্চলের গাছগুলো দেখতে পাব যা আমাদের জন্য সত্যিই আনএক্সপেক্টেড ছিল। আমরা দূর থেকে দেখে দৌড়ে সেই গাছগুলোর কাছে যেতে চাই কিন্তু কাদার কারণে আমরা খুব দ্রুত ভাবে যেতে পারছিলাম না । তাছাড়া এর আগে একবার আমার এক বন্ধু কাদার মধ্যে পড়ে গেছিল, সে কথা তো তোমাদের অলরেডি আগে বলেছিলাম সেজন্য আমরা অনেকটা সাবধানে এই গাছগুলোর কাছে যাই।

20230731_173524.jpg

20230731_173650.jpg

সেই মুহূর্তে আমাদের অনেক বেশি আনন্দ হচ্ছিল, আমাদের কাছে মনে হচ্ছিল আমরা নতুন কিছু ডিসকভার করেছি । ব্যাপারটা অনেকটা এরকমই ঘটেছিল কারণ আমরা সত্যিই জানতাম না আমরা এরকম কিছু দেখার সুযোগ পাবো । এরকম সারি সারি মরা গাছ এরকম অবস্থায় কেন পড়ে রয়েছে, এই নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায় । তখন আমরা ব্যাপারটা বুঝতে পারি এই গাছগুলো কেটেই সমুদ্র পাড় বাঁধার কাজ করা হয়। এইসব অঞ্চলের গাছের কাঠ অনেকটা শক্তিশালী হয়ে থাকে যা সহজে পচে যায় না । এই জন্য সমুদ্রের পাড় বাঁধার ক্ষেত্রে এই গাছগুলোই বেশি ব্যবহার করা হয়।

20230731_173658.jpg

20230731_173728.jpg

পূর্বের কয়েকটি ব্লগে সেরকম কিছু ফটোগ্রাফিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেইখানে ছোট বড় বিভিন্ন সাইজের গাছ ছিল । তবে ছোট যে গাছগুলো ছিল সেগুলো কেটে নিয়ে স্থানীয় লোকজন তাদের জ্বালানির কাজে ব্যবহার করে, এমনটাই আমাদের আলোচনায় বেরিয়ে আসে কারণ ছোট গাছগুলো দিয়ে সমুদ্রের পাড় বাঁধার মতো কঠিন কাজ করা সম্ভব ছিল না। আমরা এই অংশটিতে আসার পর নিজেদেরও অনেক ফটোগ্রাফি করি । তাছাড়া আশেপাশের বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছিলাম। আজকের ব্লগে তোমরা তা দেখতে পারবে ।আশা করি, আজকের ব্লগে শেয়ার করা এই অংশের ফটোগ্রাফি গুলো তোমাদের অনেক পছন্দ হবে। আমরা মিনি সুন্দরবন -এর একাংশ দেখতে পাই এখানে তবে আমরা আমাদের গন্তব্য থামায়নি তখনও ।আরো সামনে কি রয়েছে , সেটা দেখার আগ্রহ নিয়ে আমরা এই অংশে কিছু সময় কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলি।

20230731_173835.jpg



ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: মৌসুনি আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল।



বন্ধুরা , মৌসুনি আইল্যান্ড ভ্রমন নিয়ে আজকের শেয়ার করা অষ্টম পর্বের ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 9 months ago 

ইতোপূর্বে বেশ কিছু পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। যা দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। আবারও আজকে আপনি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই জায়গার অনেকগুলো ফটোগ্রাফি। পাশাপাশি সুন্দরভাবে বর্ণনার সাথে তুলে ধরেছেন অনেক তথ্য তাই ভালো লাগলো।

 9 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67083.87
ETH 3502.60
USDT 1.00
SBD 3.13