ভিডিওগ্রাফি || গতকাল কলকাতায় গিয়ে ধারণ করা একটি ভিডিওগ্রাফি ।
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি মূলক পোস্ট আমি শেয়ার করবো। আসলে সন্ধ্যার পর থেকেই পোস্ট করার জন্য চেষ্টা করছিলাম।তবে পোস্ট করতে পারছি না। তাছাড়া সার্ভার সমস্যা হওয়ার কারণে পেজ অন হচ্ছে না। যাইহোক, গতকাল দুপুরের দিকে আমি কলকাতায় গেছিলাম ভিসা সহ পাসপোর্ট কালেক্ট করার কাজে। সেই সময় আমি একটি ভিডিও ধারণ করেছিলাম তাই শেয়ার করবো এই ব্লগে।
আসলে কলকাতা যখন যাওয়া হয় আমার বেশ ভালো লাগে। কলকাতার কিছু কিছু শহর রয়েছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। এই সাজানো-গোছানো জায়গা গুলো দেখতেই বিশেষ করে দারুন লাগে। বেশ কিছুদিন আগে আমি কলেজ মোড় নামক একটি জায়গায় গেছিলাম। আজকেও ঠিক সেই জায়গায় গেছি তবে সেই জায়গা থেকে আরও কিছুটা দূর গিয়ে এই ভিসা সহ পাসপোর্ট কালেক্ট করার জায়গা। সেই জায়গা থেকেই এই ভিডিওগ্রাফিটি ধারণ করা। এ রাস্তা দিয়ে সাধারণত খুব বেশি বড় বড় গাড়ি চলাফেরা করে না। তবে এই রাস্তাটা বেশ চওড়া এবং মাঝে ডিভাইডার রয়েছে।
যেখানে সুন্দর গাছের সারি লাগানো। আর রাস্তার দুই সাইডে সব সময় গাড়ি পার্কিং করা থাকে। আমি এর আগেও একবার এসেছিলাম এখানে তখনো এরকমটাই দেখেছিলাম। আসলে মোটরসাইকেল গুলো একের পর এক অনেক দূর পর্যন্ত সাজানো থাকে। এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। এটা দেখেই প্রথমে আমি ভিডিওগ্রাফি ধারণ করা শুরু করি। যাইহোক, ভিডিওগ্রাফি ধারণা করতে করতে যত বেশি এগিয়ে যাচ্ছিলাম আরও বেশি ভালো লাগছিলো। তাছাড়া আরও কিছুদূর যাওয়ার পর দেখি অন্য সাইটে গাড়িও একের পর এক পার্কিং করা রয়েছে। আর এগুলো দেখতে দেখতে আমি ভিডিওগ্রাফি ধারণ করতে থাকি। রাস্তার মাঝখানে ডিভাইডার দিয়ে যে গাছগুলো লাগানো হয় এইগুলো কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। এগুলো যেমন পরিবেশ রক্ষা করা যায় তেমনি রাস্তার সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। কলকাতার অনেক রাস্তায় এই ব্যাপারটা দেখা যায় এই ব্যাপারটা আমার অত্যন্ত ভালো লাগে। যাইহোক, আজকে কলকাতায় গিয়ে এসব দেখতে দেখতে যে ভিডিওগ্রাফিটি আমি ধারণ করেছিলাম তা এখানে শেয়ার করলাম।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ভিডিওগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ভিডিওগ্রাফার | @ronggin |
লোকেশন | কলেজ মোড়, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনাদের পোস্টে কলকাতার কথা পড়ে আমার বেশ যেতে ইচ্ছা হয়। সত্যি কত সুন্দর সাজানো গোছানো চমৎকার একটা শহর কলকাতা। চমৎকার করেছেন ভিডিওগ্রাফি টা ভাই। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।।
ভাই, ভিডিওগ্রাফিটি যে আপনার কাছে সুন্দর লেগেছে তা জেনে অনেক ভালো লাগলো আমার। আপনার এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আজকে আপনার কাছ থেকে ভিডিওগ্রাফির মাধ্যমে কলকাতার সৌন্দর্য দেখতে পেলাম যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে এখানে আপনি আপনার ভিডিওগ্রাফি দক্ষতাকে যেরকম সুন্দরভাবেই প্রকাশ করেছেন তা খুবই ভালো লাগছে৷ একই সাথে কলকাতার এই সুন্দর জায়গার ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷