ট্রাভেল || আজ মেলায় গিয়ে হতবাক আমি!
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে মেলায় ঘোরাঘুরি নিয়ে কিছু কথা শেয়ার করবো। আসলে কয়েকদিন আগেও তোমাদের সাথে রাসের মেলায় ঘুরতে যাওয়া নিয়ে তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করেছিলাম। আমাদের নিকটবর্তী মধ্যমগ্রামে এই রাসের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতিবছর। বেশ কয়েকদিন ব্যাপী এই রাসের মেলা এখানে চলে। মেলা অনুষ্ঠিত হওয়ার প্রথম দিকে মেলাতে খুব বেশি ভিড় না দেখা গেলও শেষের দিকে প্রচন্ড ভিড় দেখা যায়। যা আজকে আমি ফেল করেছি বিগত বেশ কিছুদিন ধরেই মেলা চলছিল আর আজ রাসের মেলার শেষ দিন ছিল। এই কথা জানার পর আমি ভাবলাম শেষের দিন একটু ঘুরে দেখা যাক মেলার বিভিন্ন জায়গা। তাছাড়া মেলায় গিয়ে টুকটাক খাবার দাবার কেনারও ব্যাপার থাকে। আসলে বাড়ির সবাই মিলে মেলা থেকে কোন খাবার কিনে নিয়ে এসে খেলে অনেক ভালো লাগ। কিন্তু আজ সন্ধ্যার সময় আমি মেলায় গিয়ে পুরোপুরি হতবাক হয়ে যাই এর ভীড় দেখে।
একটু জায়গা ছিল না এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার। এরকমটা ভীড় আজ ফেস করতে হয়েছে আমাকে। মধ্যমগ্রাম স্টেশনে নেমে একদম পাশেই এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। স্টেশন থেকে নামার পরে কোন দিকে যাব তাল করতে পারছিলাম না এত ভীড়ের কারণে। স্টেশন থেকে নামার পরেই যে রাস্তা গেছে তার সাইডেই সব খাবারের দোকান গুলো আর ভেতরের অংশে কসমেটিক সহ আরও অন্যান্য অনেক দোকান রয়েছে। যেহেতু উদ্দেশ্য ছিল আজ খাবার দাবার কেনার সেজন্য রাস্তা দিয়েই খাবারের দোকান গুলো দেখতে দেখতে যেতে থাকি। দশ পা এগিয়ে যেতে আমার প্রায় দশ মিনিট সময় লেগেছে। এরকমটা ভীড় ফেস করেছি আজ। যাইহোক, যেহেতু মেলা শেষের দিন ছিল তাই এই ব্যাপারটা স্বাভাবিকই ছিল।
এখানে খাবারের দোকানের মধ্যে জিলিপি,বাদাম, পাঁপড় বিভিন্ন ভাজাপোড়া উল্লেখযোগ্য ছিল। প্রয় ১৭ রকমের পিঠা দেখতে পেয়েছিলাম এই মেলাতে গিয়ে। এই শীতের সময় বিভিন্ন রকমের পিঠে দেখে আমার খুবই ভালো লাগে। আমি এখান থেকে কয়েক প্রকারের পিঠে খেয়েও ছিলাম। এর আগের বার যখন এই মেলাতে এসেছিলাম তখন এবার গিয়ে খাইনি তবে বাড়ির জন্য কয়েক প্রকারে পিঠে কিনে নিয়েছিলাম। তারপর আরেকটু ঘুরে জিলিপি এবং বাড়ির জন্য বাদামও কিনে নেই। মেলার পাঁপড় আমার খুব ভালো লাগে এই গোলগোল পাঁপড় খুবই টেস্টি হয়। আর মেলা থেকে আমি বাড়ির জন্য দশ পিস পাঁপড়ও কিনে নেই। এভাবে মেলার কিছু অংশ একটু ঘুরে কিছু খাবার দাবারই কিনে নেই আর আজ এটাই মূল উদ্দেশ্য ছিল আমার মেলায় যাওয়ার। যেহেতু শেষের দিন ছিল তাই আশেপাশে আর একটু ঘুরে ঘুরে দেখে ভীড় ঠেলে বাড়ির উদ্দেশ্যে রওনা করি। সত্যি কথা বলতে আজ এ ভিড় থেকে আমি এতটাই হতবাক হয়েছি যা আমি কল্পনাও করিনি। যাইহোক,এতোটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকের এই ব্লগে।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ট্রাভেল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ভিডিওগ্রাফার | @ronggin |
লোকেশন | মধ্যমগ্রাম , নর্থ চব্বিশ পরগনা,পশ্চিমবঙ্গ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.