অরিগ্যামি || ছয়টি ভিন্ন কালারের ছাতার অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। আর আমি মাঝে মাঝে চেষ্টা করি নতুন নতুন জিনিস তৈরি করে তোমাদের সাথে শেয়ার করার। এই কাজগুলো করতে আমার বেশ ভালই লাগে। প্রথম যখন এই কাজগুলো শুরু করেছিলাম, আমার কাছে খুব বেশি ভালো লাগত না। তবে আস্তে আস্তে ব্যাপারটা আমার কাছে ভালো লাগা শুরু হয়েছে। এই কাজগুলো করার পর যখন নিজের তৈরি করা জিনিস গুলো দেখা হয়, একটা আলাদাই আনন্দ মনের ভেতরে লাগে। যাইহোক, আজকের রঙিন কাগজ দিয়ে তোমাদের আমি ছাতার অরিগ্যামি করে দেখাবো। সামনে গরমকাল আসছে,তখন ছাতার কিন্তু খুব প্রয়োজন পড়বে। তাই ভাবলাম আগে থেকেই ছাতা তৈরি করে রাখি। হি হি হি.. তবে আমি এখানে একটি ছাতার অরিগ্যামি করিনি, ছয়টি ছাতার অরিগ্যামি করেছি। তোমরা যদি কেউ এই ছাতা নিতে ইচ্ছুক থাকো, তবে তোমাদের এড্রেস আমাকে কমেন্ট করে জানিও। আমি সেই এড্রেসে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। হিহি..যাইহোক, মজা করলাম একটু । আমার শেয়ার করা এই ছাতার অরিগ্যামি গুলো তৈরির পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ নিচে শেয়ার করেছি। আশা করি, তোমাদের এটা দেখে অনেক ভালো লাগবে আর তোমরা খুব সহজে এই স্টেপগুলো দেখে ছাতা তৈরি শিখতে পারবে।

InShot_20240220_174313984.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●আঠা
●পেন্সিল
●কম্পাস
●কাঁচি

20240217_131310.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, একটি রঙিন পেপারে কম্পাস ও পেন্সিলের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

IMG-20240220-WA0023.jpg20240217_131643.jpg

দ্বিতীয় ধাপ

প্রথম ধাপে অংকন করা বৃত্তটি কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240217_131905.jpg20240217_132001.jpg

তৃতীয় ধাপ

তৃতীয় ধাপে, বৃত্তটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। এবার মাঝ বরাবর ভাঁজ করা কাগজটিকে আবারও মাঝ বরাবর ভাঁজ করে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।

20240217_132106.jpg20240217_132228.jpg

চতুর্থ ধাপ

এবার চতুর্থ ধাপে, ভাঁজ করা কাগজটির সামনে ও পিছনে আবার ভাঁজ করে নিলাম চিত্রের মতন করে।

20240217_132321.jpg20240217_132350.jpg

পঞ্চম ধাপ

এখন সেই ভাঁজ করা কাগজের নিচে পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়ে কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240217_132440.jpg20240217_132527.jpg

ষষ্ঠ ধাপ

ষষ্ঠ ধাপে, কাগজটির মাঝ বরাবর অর্ধপরিমাণে কাঁচির সাহায্যে কেটে নিলাম এবং কেটে নেওয়া কাগজের পাশে আঠা দিয়ে তা জোড়া লাগিয়ে নিলাম।

20240217_132842.jpg20240217_132904.jpg

20240217_132939.jpg

সপ্তম ধাপ

এখন ৮ সেমি দৈর্ঘ্য ও ৪ সেমি প্রস্থের একটি কাগজ নিয়ে তা পেঁচিয়ে আঠার সাহায্যে জোড়া লাগিয়ে কাঠি তৈরি করে নিলাম এবং সেই কাঠির উপরের ও নিচের অংশে কালার পেপার পেঁচিয়ে আঠা দিয়ে যোগ করে দিলাম।

20240217_133134.jpg20240217_133417.jpg
20240217_133544.jpg20240217_133807.jpg

অষ্টম ধাপ

এবার ষষ্ঠ ধাপে তৈরি করা ছাতার উপরের অংশে আঠা দিয়ে সপ্তম ধাপে তৈরি করা কাঠি যোগ করে দিলাম।

20240217_133953.jpg20240217_135030.jpg

নবম ধাপ

এবার উপরের ধাপ গুলো অনুসরণ করে আরো কয়েকটি ছাতা তৈরি করে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।

20240217_142329.jpg20240217_142437.jpg
20240217_142603.jpg20240217_142857.jpg
20240217_143652.jpg20240217_142127.jpg

20240217_152950.jpg

InShot_20240220_194227620.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসSamsung Galaxy M31s
অরিগ্যামি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা ছয়টি ভিন্ন কালারের ছাতার অরিগ্যামি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 2 years ago 

আপনি ছয়টি ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে, এই ছাতা গুলো তৈরি করেছেন, যেগুলো খুবই সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই ধরনের ছাতা দেখতে অনেক সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমি খুব পছন্দ করি, আর দেখতেও খুব ভালো লাগে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি সবগুলো ছাতা তৈরি করেছেন। দেখে বুঝতে পারতেছি অনেক সময় লেগেছিল এগুলো তৈরি করতে। আপনার এত সুন্দর দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

 2 years ago 

৬ টা ছাতা তৈরি করেছি তো, এই জন্যই একটু বেশি সময় লেগে গেছে । আমি চেষ্টা করেছি ভাই, নিজের দক্ষতা দিয়ে ছাতা গুলো সুন্দর করে তৈরি করার। ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার ভাবে ছয়টি ভিন্ন কালারের ছাতার অরিগ্যামি তৈরি করেছেন। যা দেখে আমি অভিভূত আমি মুগ্ধ।তবে লাল রঙের ছাতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার শেয়ার করা এই ছয়টি ভিন্ন কালারের ছাতার অরিগ্যামি দেখে আপনি অভিভূত এবং মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলেও তৈরি করার পর দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ কেটে সুন্দর একটি ছাতা তৈরি করেছেন। ছাতাগুলো দেখতে কিউট লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। সুন্দর একটি অরিগ্যামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার শেয়ার করা এই রঙিন ছাতাগুলো আপনার কাছে কিউট লেগেছে, এটা জেনে ভালো লাগলো । আপনার মন্তব্যটি পড়ে অনেক খুশি হলাম আপু।

 2 years ago 

অনেক সুন্দরভাবে ছয়টি ভিন্ন ভিন্ন রঙের ছাতার অরিগামী তৈরি করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে দাদা। সামনে বৃষ্টির মৌসুম আসছে তাই ছাতা গুলো যত্ন করে রাখলে কাজে দেবে 😎 অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সামনে বৃষ্টির মৌসুম আসছে তাই ছাতা গুলো যত্ন করে রাখলে কাজে দেবে 😎

একদম ঠিক কথা বলেছেন ভাই। হিহি🤭🤭😂😂 আমিও তেমনটাই ভেবেছি, তাই এগুলো যত্ন করেই রেখে দেব। বর্ষার মৌসুম আসলেই তখন আর এগুলো বের করব। 🤭🤭 ☂️⛱️🌂

 2 years ago 

আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কিছু তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজকে ভিন্ন কালারের ছাতা তৈরি করেছেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি । এই ধরনের কাজ করতে পারলে অনেক ভালো লাগে । সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করি ভাই, সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার। যাইহোক, আপনি এ ধরনের কাজের অনেক প্রশংসা করেন সবসময় জেনে বেশ ভালো লাগলো।

 2 years ago 

চমৎকার ছাতা তৈরি করে দেখিয়েছেন আপনি। খুবই ভালো লাগলো রঙিন কাগজের এই অসাধারণ ছাতা তৈরি করতে দেখে। এই জাতীয় প্রতিভা সম্পন্ন কাজগুলো আমার খুব ভালো লাগে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা আমার এই ছাতা গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম ভাই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটির জন্য ।

 2 years ago 

গরমকালের জন্য ৬টি রঙ্গিন ছাতা বানিয়েছেন। যদি ব্যবহার করা যেত বেশ ভালো হতো।তাই না! বেশ সুন্দর হয়েছে ছাতার অরিগ্যামি। বেশ সহজ কিন্তু দেখতে বেশ সুন্দর। আপনি বেশ সহজ করে ধাপে ধাপে ছাতার অরিগ্যামি তৈরি শেয়ার করেছেন। যা দেখে সহজেই সবাই বানাতে পারবে। ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এইগুলো তৈরি করা বেশ সহজ তবে দেখতে বেশ সুন্দর লাগে, এটা আপনি ঠিক বলেছেন । হ্যাঁ আপু, আমি ছাতা তৈরির অরিগ্যামি এমনভাবেই শেয়ার করেছি, যেন যে কেউ দেখেই সহজে শিখে নিয়ে বানাতে পারে।


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

 2 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সহজ ভাবে ছয়টি ছাতা তৈরি করেছেন। আপনার তৈরি করা প্রতিটি থাক পরেও দেখে মনে হচ্ছে ছাতাটি আমি ও তৈরি করতে পারব। এরকম সুন্দর সুন্দর ছাতা তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার তৈরি করা প্রতিটি থাক পরেও দেখে মনে হচ্ছে ছাতাটি আমি ও তৈরি করতে পারব।

এটা জেনে সত্যিই অনেক ভালো লাগলো। আমি সেই চেষ্টাই করি আপু, যেন আমার তৈরি করা জিনিসগুলো দেখে সহজেই সবাই শিখে নিতে পারে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে যেমন ভালো লাগে। ঠিক তেমনি দেখতেও ভীষণ ভালো লাগে। আপনি আজ বেশ কিছু ছাতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।খুব সুন্দর হয়েছে ছাতার অরিগামিটি।

 2 years ago 

ধন্যবাদ আপু, আপনার প্রশংসা মূলক মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115581.91
ETH 4482.46
SBD 0.86