একশত দশ বছর!
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আসলে মনটা আমার ভালো নেই। গত দুইদিন আগে আমার এক বুড়োমার মৃত্যু হয়েছে। তিনি ছিলেন আমাদের বংশের শেষ পুরনো প্রদীপ। একশত দশ বছর বয়সে সেই পুরনো প্রদীপটি নিভে গেছে গত দুই দিন আগে। একটা মানুষ শত বছর বেঁচে থাকা মানে অনেক কিছুই জীবনে দেখা। আমার এই বুড়োমা আমাদের বংশের অনেক কিছু ঘটতে, হতে দেখেছে। তিনি সব কিছুরই সাক্ষী ছিলেন কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই। মৃত্যু চিরন্তন সত্য তবে সেটাকে খুব সহজভাবে মেনে নেওয়া আমাদের পক্ষে অসম্ভব।
আমার এই বুড়ো মা একশত দশ বছর বয়সে মারা গেছেন অর্থাৎ তিনি জীবনের সবকিছুই দেখে গেছেন, কোন কিছুই তার দেখা বাকি নেই । তিনি আমাদের বংশীয়, আমার কাকাদের ঠাকুমা ছিলেন। তিনি আসলে গ্রামে থাকতেন। একমাত্র গ্রামে গেলেই ওনার সাথে দেখা হতো। শত বছর পূর্ণ হওয়ার পরও তিনি আমাদের খুব ভালোভাবেই চিনতেন এবং উনার কাছে গেলেই সব সময় আশীর্বাদ করতেন। এত পুরনো মানুষের আশীর্বাদ পেলে মনটা হালকা হয়ে যেত ,একটা আলাদা উৎসাহ পাওয়া যেত। সেই প্রদীপটা আজ নেই, ভাবলেই কষ্ট হচ্ছে এখনো। তিনি সব সময় বাবা বাবা করে ডাকতেন আমাকে। যুগ যুগ ধরে সবাইকে পথ চলা তিনি দেখিয়েছেন। আমাদের বংশের সবাইকে আর কি। সত্যিই অনেক ভালো মানুষ ছিলেন তিনি। এখন তিনি না ফেরার দেশে চলে গেছেন। তাকে হয়তো চাইলেও আর কখনোই দেখতে পাবো না সামনে গিয়ে। ফটো দেখেই সব সব স্মৃতিগুলো মনে করতে হবে। তিনি আমাদের যে উপদেশগুলো দিয়ে গেছেন, যে কথাগুলো বলেছেন, সেগুলো মনে করতে হবে তাকে কল্পনা করে।
তিনি আমাদের বংশের মাথা ছিলেন। আজ সেই বংশের মাথাটা আর নেই। আমাদের বংশে শত লোক রয়েছে, সবাই অত্যন্ত দুঃখী আজ। তিনি পরিপূর্ণভাবে জীবনটা কাটিয়ে গিয়েছেন, তারপরও তার মৃত্যুতে শোকর ছায়া নেমে এসেছে আমাদের বংশে। আমাদের বংশের পুরনো যে মানুষগুলো ছিল আস্তে আস্তে সবাই চলে গেছেন। তবে ইনি সবথেকে যেহেতু পুরাতন ছিলেন তাই ইনার একটা আলাদা গুরুত্ব ছিল বংশে। সবকিছুতেই উনার কাছে গিয়ে একটু হলেও পরামর্শ নেওয়া হতো। যাইহোক, ওনার মৃত্যুকালে ওনার কাছে থাকার কোন সুযোগ হয়নি আমার। শেষবারের মতো উনাকে দেখার সুযোগও হয়নি, এই দুঃখটা মনে অবশ্যই রয়েছে। আজ ওনার ফটোটা দেখে খুব খারাপ লাগছে তাই তোমাদের সাথে এই কথাগুলো একটু শেয়ার করলাম। আমার এই বুড়োমা যেন যেখানেই থাকেন ভালো থাকেন, সবার কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করছি।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
খবরটা শুনে বেশ খারাপ লাগলো ভাই। উনি দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, তাই উনার অভিজ্ঞতা ছিলো অন্য রকম। এমন মানুষ বংশের মধ্যে থাকলে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যায় এবং ভালো সমাধান পাওয়া যায়। যাইহোক উনি যাতে পরপারে ভালো থাকেন, সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।