শুধু শুধু এই চোরকে দোষ দিয়ে লাভ নেই। যে গেটের তালা খুলে এসেছে, সেই তো চোরকে স্বাগত জানিয়েছে। আর মানুষ অভাবে পড়লে কি না করে। সে নিজেও জানে না, চুরির মাত্রাটা আমার মনে হয় দিন দিন আরও বেশি বেড়ে যাবে। মানুষ যেখানে খেতে পরতে পারবে না সেখানে কিভাবে জীবন যাপন করবে অল্প আয়ে। আমরা যারা শহরে ভাড়া থাকি তারা গ্রামে গেলে খুব দুশ্চিন্ত থাকতে হয়, কখন জানি বাসায় চোর ঢুকে। তবে আপনার আম্মু রাত ৩টায় উঠাতে এ যাত্রায় মনে হয় বেঁচে গিয়েছে ওই ভাড়াটিয়া,বেশি কিছু নিতে পারেনি চোর। আমাদের সাথে আপনার পাশের ফ্ল্যাট চোর ঢোকার অনুভূতিগুলো শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
এটা ঠিক আসলে খেয়াল করে তালা লাগিয়ে আসলে তাহলে আর এমন ঘটনা হতো না।বাসা খালি রেখে গেলে বেশ দুশ্চিন্তার পরতে হয়।ধন্যবাদ ভাই