চোর যখন চুরি করতে না পারে।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমি @rahimakhatun
from Bangladesh

২৭ ই ডিসেম্বর ২০২২ খৃস্টাব্দ ।


আজ রোজ মঙ্গলবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



সকাল থেকেই বৃষ্টি। এবার মনে হয় ভালোই শীত নামবে,আজ ভালোই কুয়াশা দেখলাম বাহিরে।আবহাওয়া অফিস জানালো পরপর তিনদিন নাকি এমন বৃষ্টি হবে।এবার মনে হয় শীত ভালোভাবেই উপভোগ করা যাবে।তবে শীতকালে এমন ওয়েদার না হলে চলেই না ,আমার বেশ ভালোই লাগছে। সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছে হচ্ছিলো না ,কিন্তু ছেলে র জন্য বেশিক্ষন কম্বলের নিচে থাকতে পারলাম না। ছেলেটার দুইদিন যাবৎ পেট টা বেশি ভালো না ,যার জন্য ওকে সময় দিতে দিতে আমার দিন পার হয়ে যায়। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু ভিন্ন রকম পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

321295882_552106686789106_3365376200103468073_n.jpg

এখন যেহেতু ডিসেম্বর মাস এখন সবারই ,মোটামুটি বার্ষিক পরীক্ষা শেষ করে সবাই বাসা খালি রেখে বেড়াতে যাচ্ছে। আমাদের পাশের ফ্ল্যাটের আপুরা গিয়েছিলো কাল তাদের গ্রামের বাড়ি বগুড়াতে। পুরো ফ্যামিলি সহ গিয়েছে। আসলে ডেমরা থেকে ফ্যামিলি সহ বগুড়া যেতে অনেক কষ্টকর ,যার জন্য তারা বছরে এক বারেই যায়। আসলে স্বল্প বেতনে চাকরি করে ঢাকা শহরে জীবনযাপন করা খুব কষ্টকর। ছেলেমেয়েদের পড়ালেখা জন্য বেশ কষ্ট করেই ভাড়াবাসায় থাকে। বিশেষ কারণে কাল গ্রামের বাড়ির উদ্যেশে রওনা হয়েছিল।

321900360_6089220451109257_6582932121203396636_n.jpg

এখান থেকে আংটা ভেঙে নিয়েছে।

যাই হোক রাত ১০ টার দিকে আমাদের মেইন গেট বন্ধ করে দেওয়া হয় ,তারপর যার যার ফ্ল্যাটে গেটের চাবি দেওয়া থাকে ,যার দেরি হয় সে চাবি খুলে বাসায় আসে। কাল সর্ব শেষ কে যেন বাসায় এসে আর তালা লক করে আসেনি। আমার মা আবার প্রতিদিন সাড়ে তিনটার দিকে উঠে পানি উঠানোর জন্য মোটরের সুইচ অন করে নামাজে দাঁড়ায়। মা যখন দরজা খুলে মোটর চালু করতে যাবে ঠিক তখন ডেকে পাশের ফ্ল্যাটে দরজা খোলা।

320968831_1188952421726753_4754655823386137927_n.jpg

তালাটার কোন সমস্যা হয়নি।

মায়ের ব্যাপারটা বেশ সন্দেহ লাগলো ,যে তারা তো গ্রামে গিয়াছে তাদের দরজা কেন খোলা থাকবে। মা ঘরে এসে বাবাকে বলাতে বাবা লাইট নিয়ে তাদের রুমে প্রবেশ করে ,প্রবেশ করে দেখে তাদের ওয়ারড্রপ খোলা ,কাপড় চোপড় এলেমেলো করা।পরে দরজার দিকে তাকাতেই দেখলাম দরজার তালা লাগানোর আংটা ভাঙা, বুঝতে অসুবিধা হলো না আংটা ভেঙে চোর প্রবেশ করেছে।আসলে আমার মনে হয়েছে চোর টা বেশি ক্ষণ হয়নি ভিতরে প্রবেশ করেছে ,আমাদের রুমে লাইট এবং দরজা খোলার আওয়াজ পেয়ে আর কোন কিছু না দেখেই চলে গিয়াছে।

320226815_451215660559966_3076954764274804666_n.jpg

এই একটা ড্রয়ার এই খুলেছে ,আর তেমন কিছুই করতে পারেনি।

আমরা দেখলাম একটা রুম এই এলেমেলো ,বাকি রুম গুলো গুছানো। তারপর মা ফোন দিলো ওদেরকে বললো তাদের তালা ভেঙে চোর ঢুকেছে। তবে তারা তাদের গোল্ড এবং টাকাপয়সা সব নিয়ে গিয়েছিলো ,তাছাড়া মা উঠাতে কোন কিছুই মনে হয় নিতে পারে নি ,বাকিটুক তারা আসলে বুঝা যাবে।

321540626_673924800863979_9149953327471785431_n.jpg

এলেমেলো কাপড়

তারপর সকাল হওয়ার পর মিস্ত্রি ডেকে দরজার আংটা ঝালাই করে লাগিয়ে আমাদের বাসা থেকে তালা লাগিয়ে দিলো। তারা একটু পর পর ফোন দিচ্ছে বেশ টেনশনে আছে ,আসলে টেনশনেই থাকার কথা ,তবে মা বললো টেনশন না করতে সব ঠিক আছে। তবে কিন্তু চোরের লাক টা কিন্তু খুব খারাপ ছিলো কালকের জন্য এত কষ্ট করে দরজা খুলেও লাভ হলো না 😜😜.

320614687_8682027425171696_3022249447175102949_n.jpg

ঝালাই করে লাগাচ্ছে।

আজ আর লিখবো না সবাই সাবধানে থাকবেন,আসলে দিন দিন চোরের সংখ্যা বাড়ছে। রবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
link(Source)

Sort:  
 2 years ago 

আসলে চোর যখন চুরি করতে পারে না, এটা চোরের জন্য অনেক কষ্টকর।যেহেতু উনারা বাসায় ছিল না, তাই হয়তো টুকিটাকি কিছু নিলেও উনারা আসলে বুঝা যাবে।তবে উনারাদের টেনশন হওয়ার স্বাভাবিক। যাইহোক আপনার মা যখন বলেছে কিছু হয়নি, তাহলে উনারা একটু আপনার মায়ের ওপর ভরসা রেখে গ্রাম থেকে বেরিয়ে আসুক। সত্যি আপু চোরের লাক্ষটা অনেক খারাপ ছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাল উনার হ্যাসবেন্ড আসছিলো চেক করে বললো কিছু নিতে পারেনি।দেখা যাক কি হয়।ধন্যবাদ আপু

 2 years ago (edited)

ঠিক বলেছেন আপু চোরের আসলেই ব্যাড লাক যার কারণে সে কিছু চুরি করতে পারেনি😁, আর তাদের গুড লাক। সবাইকে এখন সাবধানে থাকা দরকার। চার দিকে চোরের আতঙ্ক বেড়েই চলেছে। যাইহোক আপু তাদের টেনশন করারই কথা,টেনশন তো হবেই।

 2 years ago 

আহা চোরের জন্য মনে হচ্ছে মন খারাপ আপু🤣🤣।আসলেই সাবধানে থাকা দরকার আমাদের। ধন্যবাদ

 2 years ago 

যাক চোর তাহলে সফল হতে পারেনি, আপনার মায়ের কড়া নজরদারির কারণেই। বা উনার চিন্তা ভাবনার কারণে কিন্তু এত বড় ক্ষতি থেকে মুক্তি পাওয়া গেছে। যদিও স্বর্ণ গহনা তারা নিয়ে সাথ নিয়ে গিয়েছিল। তবুও অন্যান্য জিনিসপত্র কিন্তু চোর চাইলে নিয়ে যেতে পারত। কিন্তু আপনাদের সজাগ থাকার কারণে বা সতর্ক থাকার কারণে হয়তো এই দুর্ঘটনা ঘটেনি। অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আসলে মা প্রত্যেক ভোরে উঠে তাহাজ্জুদের নামায পড়ে,তখন ঘরের দরজা খুলেই রাখে মটর অন করার জন্য।আল্লাহ সব হেফাজত করেছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন উপরওয়াল সবকিছু হেফাজত করেছে ধন্যবাদ।

 2 years ago 

শুধু শুধু এই চোরকে দোষ দিয়ে লাভ নেই। যে গেটের তালা খুলে এসেছে, সেই তো চোরকে স্বাগত জানিয়েছে। আর মানুষ অভাবে পড়লে কি না করে। সে নিজেও জানে না, চুরির মাত্রাটা আমার মনে হয় দিন দিন আরও বেশি বেড়ে যাবে। মানুষ যেখানে খেতে পরতে পারবে না সেখানে কিভাবে জীবন যাপন করবে অল্প আয়ে। আমরা যারা শহরে ভাড়া থাকি তারা গ্রামে গেলে খুব দুশ্চিন্ত থাকতে হয়, কখন জানি বাসায় চোর ঢুকে। তবে আপনার আম্মু রাত ৩টায় উঠাতে এ যাত্রায় মনে হয় বেঁচে গিয়েছে ওই ভাড়াটিয়া,বেশি কিছু নিতে পারেনি চোর। আমাদের সাথে আপনার পাশের ফ্ল্যাট চোর ঢোকার অনুভূতিগুলো শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

এটা ঠিক আসলে খেয়াল করে তালা লাগিয়ে আসলে তাহলে আর এমন ঘটনা হতো না।বাসা খালি রেখে গেলে বেশ দুশ্চিন্তার পরতে হয়।ধন্যবাদ ভাই

 2 years ago 

বেচারা চোর কত কষ্ট করে তালা ভাঙলো অথচ কিছুই নিতে পারল না। কয়েকটা শীতের কাপড় নিতেই হত। যে ঠান্ডা পড়েছে 😅। যাইহোক আপু ডিসেম্বর মাসে সবাই ছুটি কাটাতে গ্রামের বাসায় যায়। এই সময় সবাইকে সচেতন থাকা উচিত। যাতে করে চোরেরা আমাদের নিজেদের কষ্টে অর্জিত সম্পদ গুলো লুটে নিতে না পারে। অনেক সচেতনতামূলক একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু। আর আপনার ছেলের সুস্থতা কামনা করছি।

 2 years ago 

ইশ আপু আপনি যদি চোর কে বুদ্ধি দিতেন তাহলে হয়ত এটা৷ কাজে লাগাতো 😉😉।আসলে আপু জিনিস পএ বানালেও সমস্যা না বানালেও সমস্যা।ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি চোরের ভাগ্য নিয়ে চিন্তা করছেন আর যাদের বাসায় চুরি হলো তাদের নিয়ে চিন্তা করছেন না,হা হা হা। যায়হোক আপনার আম্মুর জন্য চোর বেটা বেশি সুবিধা করতে পারে নাই। ধন্যবাদ আপনার আম্মুকে।

 2 years ago 

না না চিন্তা করেছি রাতেই যেয়ে ভালো করে দেখেছি কিছু নিতে পারে নি,তাছাড়া ওনারা সব টাকা পয়সা আর গোল্ড নিয়ে গিয়েছে তাই বিশেষ দূর্ঘটনা ঘটে নি।

 2 years ago 

চোর যে কিছু নিতে পারেনি তাই অনেক। আপনার আম্মু যদি না উঠত তাহলে কিছু না কিছু হয়েই যেত। বলতে হয় চোরের কিন্তু অনেক কষ্টে হয়েছে। অনেক কষ্ট করে তালা ভেঙেছিল। কিন্তু চুরি করতে তো পারেনি। যাইহোক এ বিষয়টি আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে।খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন শেয়ার করার জন্য। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আল্লাহ ভালো জানে।হুম আমরাও বেশ অবাক হয়েছি কিভাবে ছিটকারির আংটা টা ভাঙলো একটু আমরা টের পেলাম না।ধন্যবাদ

তবে কিন্তু চোরের লাক টা কিন্তু খুব খারাপ ছিলো কালকের জন্য এত কষ্ট করে দরজা খুলেও লাভ হলো না 😜😜.

একটু আগে থেকে যদি লক টা খুলতে পারতেন তাহলে চুরি করে পালাতে পারতেন। এত কাচা হাত হলে হবে কি করে🤣🤣 আমি নিশ্চিত এইসবের পেছনে আপনারও হাত আছে। 🤣

 2 years ago 

আপনার তো দেখি চোর সম্পর্কে বেশ আইডিয়া😉😉,কাঁচা হাত পাকা হাত।এই আপনি কি আগের জীবনে চোর ছিলেন নাকি🤣

আমি পুলিশ ছিলাম, এই জন্য চোর সম্পর্কে ভালো আইডিয়া আছে। 🥱

 2 years ago 

এ পুলিশ, চোরের মন আবার পুলিশ পুলিশ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68668.50
ETH 2459.32
USDT 1.00
SBD 2.36