দুলাভাই বাজারে গিয়ে দেখে আয়না
আপু কেনাকাটা করার জন্য ধরে শুধু বায়না।
আপু আপনার নতুন আলমারি কেবিনেট টিভি ট্রলি দেখে আমারও কিন্তু কেনার সাধ জাগলো। তবে আমি আপনার মত অত পয়সা ওয়ালা নই। আমি অনেক গরিব মানুষ, আমি ব্যাচেলার মানুষের মত ফ্যামিলি নিয়ে জীবন যাপন করছি। তবে আপনার ফার্নিচার গুলো ছিল দেখার মত খুবই সুন্দর লাগছে। তবে হ্যাঁ এক জায়গায় থেকে আরেক জায়গায় বাসা চেঞ্জ করলে অনেক কিছু নড়বড় হয়ে যায় এবং কি সংসারটা গুছিয়ে নিতে অনেক সময় লাগে। ফটোগ্রাফিগুলোর সাথে আপনার অনুভূতিগুলো বেশ দারুন ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
এইজন্যই ফার্নিচার বেশিদিন টিকে না, কারণ আমাদের অনেক বেশি বাসা চেঞ্জ করতে হয়। বিশেষ করে হাজবেন্ডের বদলির কারণে। এজন্য ফার্নিচার গুলো খুবই নড়বড়ে হয়ে যায়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।