You are viewing a single comment's thread from:

RE: আবোল-তাবোল জীবনের গল্প [ বিদ্যুৎ বিভ্রাট ]

in আমার বাংলা ব্লগ2 years ago

চির বাস্তব কিছু কথা বলে গিয়েছেন। ভাইয়া আমি আমার জীবনের এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আর এতটাই ভেঙ্গে পড়েছি যা আমি কখনো কল্পনা করিনি। আপনাদের সাথে কথা বলার পর কিছুটা হালকা হলেও আবারো সেই হেডেক শত্রুতা আক্রমণ করছে বারবার। আপনি ঠিকই বলেছেন আমরা যত শক্তিশালী এই হই না কেন এবং যতই মজবুত হই না কেন চোখের অশ্রুর এবং হেডেক, এদের পরাশক্তির কাছে মানুষের মন যতই শক্তিশালী হোক সেটা কিছুই না। যখন আক্রমণ করে তখন মানুষ তার অস্তিত্ব খুঁজে পায় না। আর আমরা হুজুরকে বাঙালি, অল্পতেই অস্থির হয়ে পড়ি। বিদ্যুৎ না থাকায় নানান ধরনের কথাবার্তা অবাঞ্ছিত কথাবার্তা অধৈর্য হওয়া ধৈর্য হারিয়ে ফেলা এগুলো না হয়ে যে যেখানে যেভাবে আছে যার যতটুকু সাধ্য আছে সবাইকে সহযোগিতা করাটাই যদি আমাদের মুখ্য উদ্দেশ্য হয় তাহলে আমরা যেকোনো সমস্যার মোকাবেলা ও খুব সহজেই করতে পারি। আপনার এই পোস্ট থেকে নূন্যতম জ্ঞান হলেও অর্জন করতে পেরেছি। আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

Sort:  
 2 years ago 

নিজের অবস্থান শুধু বড় করে দেখলেই হবে না, আমাদের পারপাশের মানুষগুলোর প্রতিও একটু তাকাতে হবে, তাহলেই হয়তো বুঝতে পারবো তাদের তুলনায় আমরা কতটা ভালো আছি। ধৈর্য্য সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59311.47
ETH 2603.68
USDT 1.00
SBD 2.40