You are viewing a single comment's thread from:

RE: DIY - তরমুজের🍉শরবত এর চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

তরমুজের শরবত কিংবা তরমুজ গরমে প্রশান্তি লাভ করেন যেনে খুবই ভালো লাগলো। আপনার মত আমারও একই অবস্থা, তবে এই অসময়ে তরমুজের শরবত এর চিত্র অঙ্কন করে তরমুজ খাওয়ার ইচ্ছে টা তৈরি করে দিয়ে বিপাকে ফেলে দিলেন, হাহাহা। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে তরমুজ কোথায় পাবো। যাই হোক তরমুজ না পেলে কি হবে এখন আম লিচু কাঁঠাল ভরপুর। তবে অসাধারণ ছিল আপনার তরমুজের শরবত এর চিত্র অংকন। আপনি মানুষটা যেমন স্পেশাল এবং কি উপহার গুলো দেন স্পেশাল। এত সুন্দর তরমুজের শরবত এর চিত্র অংকনটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

Sort:  
 2 years ago 

কি করবো বলুন। আমারও যে এই প্রচণ্ড গরমে তরমুজের শরবত খেতে খুব ইচ্ছে করছিল। কিন্তু কোনোমতেই তরমুজ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ কারণেই মূলত চিত্রাংকন করে ফেলেছি। আপনার তরমুজ খাওয়ার ইচ্ছা বাড়িয়ে দিয়ে থাকলে দুঃখিত। তবে এখন চাইলে আপনি আরো মজার মজার ফল খেতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61020.40
ETH 2603.09
USDT 1.00
SBD 2.65