DIY - তরমুজের🍉শরবত এর চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আজকের চিত্রাংকনের টপিক হলো তরমুজের শরবত। হ্যাঁ আমি জানি তরমুজের ঋতু প্রায় শেষ। এখনতো আম, কাঁঠাল এবং লিচুর সময় চলছে। তবে সত্যি বলতে এই তিনটি ফল আসার আগে তরমুজ আমাদের সবচেয়ে বেশি খাওয়া হয়েছে। এই বছর সবচেয়ে বেশি খাওয়া ফলের মাঝে তরমুজ অন্যতম। আমাদের এইদিকে দুই- তিনদিন যাবৎ অনেক বেশি গরম পড়ছে।

আর আমার গরম পড়লেই তরমুজের শরবত এর কথা মনে পড়ে। খেলেই অনেক প্রশান্তি পাওয়া যেত। তাই এই কয়েকদিন গরম পড়লেই আম্মুকে বলছি তরমুজের শরবত দাও। আর আম্মু উত্তরে বলছে- এই ঋতুতে তরমুজ কোথায় পাবো। তাই মূলত তরমুজের কথা মনে করেই আজকে আমার তরমুজের শরবত এর চিত্র অঙ্কন করা। আপনারও তো মোটামুটি সবাই জানেন যে জিনিসটা আমি বাস্তবে পূরণ করতে পারি না। সেটা আমি সবসময় চেষ্টা করি চিত্রাংকন এর মাধ্যমে পূরণ করার। আশা করছি আমার আজকের এই চিত্রাংকন টি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ্য থাকবেন ❤️।

286337587_564024478421624_581862517412299685_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিল এর সাহায্যে একটি গ্লাসের অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম। এরপর গ্লাসটির উপরের দিকে একটি পুদিনা পাতা এবং একটি তরমুজের পিস অংকন করে নিলাম। সেই সাথে গ্লাসটির ভিতরের অংশ এবং গ্লাসের ভিতর এক টুকরো বরফ অঙ্কন করে নিলাম।

285921932_1024468571606836_3438687284293247311_n.jpg286279808_592284915840718_5536564334990399614_n.jpg

ধাপ - 2

এরপর গ্লাসের ভেতর বেশ কয়েক টুকরো বরফ এবং বাহিরের দিকে বড় এক পিস তরমুজের টুকরো। তার সামনে আবারো একটি পুদিনা পাতা অঙ্কন করে নিলাম।


286465410_297567782496226_6884682320993563642_n.jpg


ধাপ - 3

এরপর গ্লাসের চারপাশে পড়ে থাকা পানির ফোটা এবং একটি গলে যাওয়া বরফ অঙ্কন করে নিলাম। এইবার শুরু করলাম রংয়ের কাজ। প্রথমে হালকা নীল কালারের জল রং দিয়ে পানি এবং বরফের অংশ ভালোভাবে রং করে নিলাম।

286315128_801410587443141_923749773614538402_n.jpg286698228_774231740234481_9201957618274275207_n.jpg

ধাপ - 4

এরপর লাল রঙের জল রং দিয়ে গ্লাসের ভিতরে থাকা তরমুজের শরবত টুকু ভালোভাবে রং করে নিলাম। এবং যে দুই পিস তরমুজ ব্যবহার করেছি চিত্রাঙ্কনে, সেজন্য লাল কালারের জল রং দিয়ে ভালোভাবে রং করে নিলাম।


287541295_6042126099135888_5521639029813970920_n.jpg


ধাপ - 5

এরপর তরমুজের টুকরোগুলোকে আরো কিছু রং করে নিলাম। সেইসাথে সবুজ কালারের জল রং দ্বারা পুদিনাপাতা গুলো ভালোভাবে রং করে নিলাম। এরপর কাল মার্কার পেন দ্বারা সবকিছু গাঢ় করে নিলাম। এতে করে চিত্রাংকন টি অনেক ভালোভাবে ফুটে উঠেছে। এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন সম্পন্ন করলাম।

286831428_353719136866971_2508628819856571352_n.jpg286374483_794989321483240_6791437126971248824_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
286337587_564024478421624_581862517412299685_n.jpg286901305_557548142711363_1752187700459996921_n.jpg
287037817_1429417294150342_2234630073770239105_n.jpg287224715_1725849167792155_4151934363298480592_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুন 13, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপু আপনার তরমুজের জুস এর চিত্র অংকন দেখে আমার তরমুজের জুস খেতে ইচ্ছা করছে। তরমুজের জুস খেতে আমার অনেক ভালো লাগে। আপনার চিত্র অংকন টি দেখতে একদম রিয়েল তরমুজের জুস এর মত। অনেক সুন্দর দক্ষতা আপনার। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার দক্ষতা এবং চিত্রাংকনের এত সুন্দর প্রশংসা করার জন্য সত্যিই আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। ভালো থাকবেন ভাইয়া এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এই গরমের দিনে এক গ্লাস তরমুজের শরবত খেতে পারলে সত্যি কলিজা ঠান্ডা হইয়ে যেতো আপনি খুব চমৎকারভাবে তরমুজের চিত্রাংকন করেছেন দেখে সত্যিই আমি খুব মুগ্ধ হলাম । এত অসাধারণ আর্টিস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

সত্যি ভাল লাগছে জেনে যে আপনাদের সবার চিন্তা ভাবনা অনেকটা আমার মত। আমারও তরমুজের প্রতি এতটা ভালোবাসা থাকাতেই এমন চিত্রাংকন আপনাদের সাথে শেয়ার করেছি। ধন্যবাদ ভাইয়া এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু তরমুজের কথা আর কি বলব এই গরমে এত পরিমান তরমুজ খাওয়া হয়েছে যা বলার বাইরে। বিশেষ করে আমার ছেলে তরমুজের জুস এবং তরমুজ খেতে ভীষণ ভালোবাসে। আর তাই প্রায় সময়ই একরকম বাধ্য হয়েই তরমুজ কিনতে হয়েছে। যাইহোক আপু, আপনার অঙ্কিত তরমুজের শরবত এর চিত্র অংকন অত্যন্ত চমৎকার হয়েছে। পেন্সিল ও জল রং ব্যবহার করে তরমুজের শরবত এর চিত্রাংকনের কালার খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। এত সুন্দর একটি চিত্রাংকন আপনি কিভাবে সম্পন্ন করেছেন তার প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করেছি খুব চমৎকার ভাবে এবং সহজ ভাবে চিত্রাংকন টি আপনাদের কাছে উপস্থাপন করার। আপনাদের কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপু আপনার আর্ট গুলো তো সব সময় সুন্দর হয় ।‌‌আজকের পোস্টটি ও জাস্ট অসাধারণ হয়েছে। আমার মনে হচ্ছে এটি সত্যিই একটি তরমুজের জুস এর ও গ্লাসের ফটোগ্রাফি। আর তার পাশে বরফ গলে গলে পড়ছে। আসলে আপু অসাধারণ আপনার এই আর্ট গুলো।

পরবর্তী আর্ট এর অপেক্ষায় রইলাম।

 2 years ago 

ধন্যবাদ আপু প্রতিবার সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। আপনাদের কমেন্ট গুলো আমাকে ভালো কাজের প্রতি তাগিদ বাড়িয়ে দেয়। এভাবেই সুন্দর মন্তব্য গুলো নিয়ে পাশে থাকবেন। অবশ্যই আমি চেষ্টা করবো পরবর্তীতে আরো সুন্দর কাজ আপনাদের সাথে শেয়ার করার।

 2 years ago 

অসাধারণ আর অনবদ্য 🤗।
বেশ চমৎকার একটি অংকন নিয়ে হাজির হয়েছেন আপু। যেমন ভালো শরবত তৈরি করেন তেমনি ভালো শরবতের ছবি আকলেন।
অনেক দোয়া রইল 🥀

 2 years ago 

আপনার কমেন্ট গুলো পড়লেই মন ভালো হয়ে যায় ভাইয়া। আমি সবসময় চেষ্টা করব সুন্দর কাজ করে,সেই কাজের সাহায্যে আপনার এই সুন্দর কমেন্ট গুলো আদায় করে নেওয়ার। অনেক ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আসলেই গরমে তরমুজের জুস হলে কথাই নাই,এখন আর তরমুজ পাওয়া যায় না।যাই হোক আপনার আর্ট বরাবরই অনেক সুন্দর হয়।গ্লাস এবং বরফ গুলো বেশ ভালো লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

জি আপু এই গরমে তরমুজ অনেক মিস করি। এজন্যই তরমুজের শরবত এর চিত্রাংকন করেছি। ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আমি সব সময় চেষ্টা করব আমার ভালো ভালো কাজগুলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার।

 2 years ago 

তরমুজের শরবত কিংবা তরমুজ গরমে প্রশান্তি লাভ করেন যেনে খুবই ভালো লাগলো। আপনার মত আমারও একই অবস্থা, তবে এই অসময়ে তরমুজের শরবত এর চিত্র অঙ্কন করে তরমুজ খাওয়ার ইচ্ছে টা তৈরি করে দিয়ে বিপাকে ফেলে দিলেন, হাহাহা। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে তরমুজ কোথায় পাবো। যাই হোক তরমুজ না পেলে কি হবে এখন আম লিচু কাঁঠাল ভরপুর। তবে অসাধারণ ছিল আপনার তরমুজের শরবত এর চিত্র অংকন। আপনি মানুষটা যেমন স্পেশাল এবং কি উপহার গুলো দেন স্পেশাল। এত সুন্দর তরমুজের শরবত এর চিত্র অংকনটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

কি করবো বলুন। আমারও যে এই প্রচণ্ড গরমে তরমুজের শরবত খেতে খুব ইচ্ছে করছিল। কিন্তু কোনোমতেই তরমুজ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ কারণেই মূলত চিত্রাংকন করে ফেলেছি। আপনার তরমুজ খাওয়ার ইচ্ছা বাড়িয়ে দিয়ে থাকলে দুঃখিত। তবে এখন চাইলে আপনি আরো মজার মজার ফল খেতে পারবেন।

 2 years ago 

আসলেই আপু কিছুদিন আগে এত পরিমান তরমুজের জুস খাওয়া হয়েছে। আর এক গ্লাস তরমুজের জুস শরীরে গেলেই আত্মা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিলো। এখন চলছে আমের জুস। প্রায় প্রতিদিনই একগ্লাস করে আমের জুস খেয়ে থাকি।
যাইহোক গ্লাস সহ তরমুজের জুস এর চিত্রাংকন চমৎকার হয়েছে আপু। আপনার প্রতিটি চিত্রাংকনের আইডিয়া সব সময় অসাধারণ হয়। আর আপনার দক্ষতার কথা কি বলব তা তো বরাবরই অসাধারণ। শুভকামনা রইল আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু গুছিয়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। আমার চিত্রাংকন আপনার কাছে চমৎকার লেগেছে জেনে সত্যিই খুব খুশি হলাম। আপনাদের কাছে ভালো লাগা মানেই আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। ভালো থাকবেন আপু এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

জানেন তো আপু আপনার আর্ট গুলো দেখলে মাঝে মাঝে খুব হিংসা হয়। এত পারফেক্টলি কিভাবে মানুষ ছবি আঁকতে পারে! আমি প্রতিবার মুগ্ধ হয়ে যাই আপনার ছবি আঁকা গুলো দেখে। এত চমৎকার রং করেছেন মনে হচ্ছে টেবিলের ওপর গ্লাস ভরে আমার জন্য শরবত রেখে দিয়েছেন, খাওয়াটাই বাকি এখন শুধু। মন ভরে গেল। শুভেচ্ছা রইল আপু।

 2 years ago 

জি ভাইয়া আর আমার আপনার গান শুনলে খুব হিংসা হয়। এত পারফেক্টলি কিভাবে একটা মানুষ গান গাইতে পারে, আমি ও সেটাই ভাবি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। এত সুন্দর মন্তব্য করে আমার ভালো কাজ করার তাগিদ আরও বাড়িয়ে দেওয়ার জন্য। আশা করছি সব সময় এমন সুন্দর মন্তব্য গুলো নিয়ে পাশে থাকবেন।

 2 years ago 

বরাবরের মতোই আজকের অঙ্কন চিত্রটিও অনেক সুন্দর হয়েছে। তরমুজের শরবতের চিত্র এত সুন্দর ভাবে অঙ্কন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আপু আপনার দক্ষতা দেখলে আমার অনেক ভালো লাগে। খুবই নিখুঁত ভাবে আপনি আপনার অঙ্কন চিত্র গুলো আমাদের মাঝে উপস্থাপন করেন। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার দক্ষতা কাজে লাগিয়ে আমি যে আপনাদের মুগ্ধ করতে পারছি এই ব্যাপারটা যেন সত্যি আমি খুব আনন্দিত বোধ করছি। ধন্যবাদ ভাইয়া এত গুছিয়ে সুন্দর করে মন্তব্য করার জন্য। এই ধরনের মন্তব্য পড়লে সত্যিই মন ভালো হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60675.01
ETH 2605.91
USDT 1.00
SBD 2.64