সত্যিই দাদা জীবন নামের রেলগাড়িটা অনেক অদ্ভুত। নিজেকে চিনতে পারা টাও খুব কষ্টদায়ক মনে হয়। অনেক সময় আয়নার সামনে দাঁড়ালে আয়না প্রশ্ন করে তুমিই বা কে। তবুও কেন জানি জীবনের প্রতি নিজের প্রতি সময়ের প্রতি প্রশ্ন থেকেই যায়। তবে আপনি এত সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। যেখানে সত্যিই পুরোটা জীবন একটি ছোট্ট কবিতার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেকটা লাইনে ছিল অনেক মূল্যবান। তবে আমি কয়েকটা লাইন নিলাম।
আমি কি আসলেই নিজেকে চিনি ?
নিজেকে খুঁজে পেতে তো অর্ধেক জীবন করেছি পার,
তবু কি পেলাম খুঁজে নিজেকে ?
আমাদেরকে এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।