RE: কুয়াশায় ঘেরা এক সুন্দর সকাল | ১০% লাজুক খ্যাকের জন্য |
আপনার পোস্টগুলোতে সবচেয়ে মজার এবং কি আকর্ষণীয় একটা বিষয় থাকে সেটা হচ্ছে একটা না একটা জোকস থাকে। যেখানে আপনাদের মাক্স নেই সেখানে আপনারা সেনাবাহিনীকেও হাসিয়ে উড়িয়ে দিলেন। যাইহোক সত্যি ভাইয়া গ্রামের দৃশ্য গুলো অসাধারন এবং গ্রামে রীতিমতো কুয়াশা পড়ছে এবং আমি নিজেও স্বচক্ষে দেখে আসছি। আর চট্টগ্রাম একটু বেশি কারণ চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল এবং কি সেখানে প্রচুর পরিমাণে গাছপালা তাই কুয়াশার একটু বেশি হয়। আর আপনি আপনার অনুভূতিটা অনেক সুন্দর করে শেয়ার করেছেন। আমি চট্টগ্রামে কাটিয়েছি দীর্ঘ আট নয় বছর, চট্টগ্রামের মানুষের মন একেবারেই সাদা। কারণ আমি অনেক মানুষের সাথে মিশেছি ওদের বাড়িতে গিয়েছি এবং কি আমার নিজের ঘরের আত্মীয় আছে। তাই বলব আপনার এখানে একটুও মিথ্যে নেই এবং কি সাজিয়ে লেখার ও নেই যা বলছেন সবই সত্যি । আর আমাদের সাথে আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
হাহাহাহাহহা। আসলেই ভাই সেনাবাহিনি যখন আটকাইয়া দিলো ভয় পেয়ে গেছিলাম হাহাহাহহা। ভাবছিলাম পাছা লাল করে দেয় কিনা আবার হাহাহাহা। কিন্তু যাই হোক অবশেষে আমাদের ছেড়েই দিলো। ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য।