RE: শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম||আমার বাংলা ব্লগ [10% shy-fox]
হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন বিদ্যাশ্রম নামটি গুটি গুটি কয়েকটি শব্দ দিয়ে লেখা অনেক ছোট্ট একটা শব্দ যার কষ্টের বিশালতা অনেক বড়। সত্যি পৃথিবীর কোন জিনিস দিয়ে পরিমাপ করা যাবে না। যে সন্তানের জন্য পৃথিবীর যত স্বাদ আহ্লাদ ছিল সব বিসর্জন দিয়ে সবকিছু ব্যয় করেছে সন্তানের পিচে। আর সেই সন্তানের লাঞ্ছিত করে তাদেরকে বৃদ্ধাশ্রম এর ঠিকানায় পৌঁছে দেন। আপনি অনেক সুন্দর করে বিদ্বাশ্রমের মানুষগুলোর কষ্ট গুলো তুলে ধরেছেন, মনুষ্যত্ব জাগ্রত করার জন্য। আসলে সত্যি কথা বলতে কি যাদের অন্তর কাল আছে যতই পানি ঢালান না কেন তাদের অন্তর পরিষ্কার করা যাবে না। একটা প্রবাদ আছে "কয়লা ধুলে, ময়লা যায় না" আর এটাও ঠিক বলেছেন পৃথিবীতে যতগুলো বাবা-মা লাঞ্ছিত হচ্ছে এবং বৃদ্ধাশ্রমে করে কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেছে যাদের জীবন গড়া দুঃখ দিয়ে তাদের আবার দুঃখ কিসের'' যাই হোক আপনার পোস্ট থেকে অনেক কিছু শিখেছি এবং মানুষের ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হোক এটাই কামনা করছি। আর আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আমি আমার লেখার মাঝে সেসব হতভাগা বাবা-মায়ের কথা তুলে ধরার চেষ্টা করেছি। আমার লেখা আপনি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।