You are viewing a single comment's thread from:
RE: ✳️শীত আগমনের উৎসব✳️ শীতের রাতে খেজুরের রস খাওয়ার অনুভূতি🍧 ১০% বেনিফিশিয়ারি 🦊 @shy-fox 🦊 কে
ভাই আপনি শীতের উৎসব আমাদের সাথে শেয়ার করেছেন। এবং সত্যিই আপনি খেজুরের রস খাওয়ার গল্প শোনা মানেই সেটাকে ভালো করে উপভোগ করেছেন। আপনি অসাধারণ একটা সময় কাটিয়েছেন এবং আপনার চাচাতো ভাইদের সাথে খুবই সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন যা সত্যিই খুবই ভালো লেগেছে ভাষায় প্রকাশ করতে পারছি না। যদিও আমাদের গ্রামে খেজুরের রস পাওয়া দুর্লভ ব্যাপার একটা এখন নাই বললেই চলে বিলুপ্তপ্রায় হয়ে গেছে তবু খুজলে হয়তো পাওয়া যেত। কিন্তু আমি তেমন একটা চেষ্টা করিনি। কারণ প্রচন্ড ঠান্ডা ছিল আর এই ঠান্ডার ভিতর মা বাইরে যেতে নিষেধ করেছিল। অতএব বুঝতেই পারছেন মায়ের কথার অবাধ্য হওয়া সম্ভব না। যাই হোক আপনি অনেক সুন্দর করে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য ভালোবাসা অবিরাম।
জি ভাই অনেক আনন্দ উপভোগ করেছি। তবে আপনাদের এলাকায় যদি বিলুপ্ত হয়ে যায় তবে সেটা সত্যি চরম একটা দুঃখের বিষয়।
বিশেষ করে শীতকালে আমাদের সচেতন থাকতে হবে। যাকে ঠান্ডা না লাগে। আর বাবা-মায়ের কথা শোনা তো আমাদের জন্য ফরয একটি কাজ। সিটি না শুনলেই নয়।
তবে চাইলে আপনি কিন্তু ইনভাইট নিতে পারেন।
সুশ্রী সুন্দর এবং অনেক বড় গঠনমূলক মন্তব্য দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন। অভিনন্দন আমার বাংলা ব্লগের সাথে থাকার জন্য