RE: রুটি দিয়ে দেশি মোরগের তেল ঝোল রেসিপি।
ভাইয়া কি এমন একটা রেসিপি দিলেন তাও কিনা আমার প্রিয় খাবারটি। জিভে জল ধরে রাখতে পারছিনা ভাইয়া এতো সুন্দর একটা খাবার দেখালেন কিন্তু খাওয়ালেন না কেমন দেখায় না। সত্যি বলতে কি ভাইয়া দেশি মুরগি আমি খুব পছন্দ করি। আমি ফার্মের কোন মুরগি খাই না। এমনকি সেই সাথে যদি চাউলের রুটি হয় তাহলে তো কথাই নেই অনায়াসে দশ-পনেরোটা রুটি খেয়ে ফেলতে পারি। আপনি এত সুন্দর একটা রেসিপি আমাদের সামনে হাজির করেছেন যার কালারটা দেখে অনর্গল জিভ থেকে পানি পড়তেছে। মন চাইছে আপনার দেশি মুরগির রেসিপি রান টা মোবাইলের ভিতর হাত দিয়ে নিয়ে আসি। কিছুতেই সামাল দিতে পারছিনা ভাইয়া এতো সুন্দর রেসিপি এবং কি কালার এবং কি সাথে চাউলের রুটি উপ। দেশি মুরগির ঝোল এর রেসিপি আপনি পর্যায়ক্রমে আমাদের সাথে শেয়ার করেছেন। এবং আমাদের মাঝে এত সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার প্রতি ভালোবাসা অবিরাম ভাইয়া।
আমি অত বেশি রুটি খেতে পারিনা। যদিও রেসিপি টা আমার অনেক প্রিয়, সর্বোচ্চ চার থেকে পাঁচটা খাওয়া হয়।