RE: | টিউশনির গল্প|| @shy-fox|| জন্য ১০% beneficiaries |
ভাই আপনি এমন একটি পোস্ট করেছেন যে পোস্টটি আমাকে নিয়ে গেছে আমার সেই অতীতে। আমার একটা সময় ছিল যে আমি আমার সেইম বেইছের স্টুডেন্ট কে টিউশন করিয়েছি। আবার এ কথাগুলো মনে হলে খুব কষ্ট লাগে। কারণ আমি এমন একটা সময় পার করেছি উচ্চমাধ্যমিকে পড়া অবস্থায় আমার টিউশন করে টিউশনের টাকা দিয়ে আমার পড়ালেখার খরচ যোগাতে হতো। আর সবচেয়ে মজার বিষয় ছিল আমার একটা টিউশন ছিল অজোপাড়া একটি গায়। আমাদের এলাকাতে ওই পাড়ার্টিকে আমরা অয পাড়াই বলতাম। যে পাড়াতে শিক্ষিত নেই বললেই চলে। তবে ওদের আত্মসম্মানবোধ এবং কি একজন শিক্ষিত মানুষকে কিভাবে সম্মান করতে হয় এ জিনিস গুলো দেখে আমি নিজেই অবাক হয়ে যেতাম। একজন মাস্টারকে ওরা যে পরিমাণ সম্মান প্রদর্শন করত যা কল্পনার বাহিরে। আমার বয়সটা কত ছিল, কিন্তু ওই পাড়াতে বয়স্ক থেকে শুরু করে জোয়ান থেকে ছেলেমানুষ পর্যন্ত খুব সম্মান করতো। যাই হোক আপনি আপনার মনের ভাবগুলো আমাদের সাথে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাই টিউশন অনেক কষ্টের কাজ আবার আনন্দও আছে কিন্তু মাঝে মাঝে কষ্ট হয় তখনি যখন টিউশনির বেতন দেরিতে দেয়। কিছু অবিভাবকের আচরণ দেখে আর টিউশনে যাইতে ইচ্ছে করে না💕