You are viewing a single comment's thread from:

RE: হৃদয়ের রক্তক্ষরণ||আমার বাংলা ব্লগ [10%shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

আপু আপনি আপনার মনের ভাবগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে একটা মানুষ যখন কষ্টের বোঝা সইতে পারেনা তখন কিছুটা হালকা করার জন্য প্রকাশ করে। পৃথিবীতে সুখী মানুষ কয়জন আছে আমার তা জানা নাই। তবে কিছু না কিছু দাগ, কষ্ট,থাকেই। আমার জীবনে আমি অনেক কাঠ-খড় পুড়েছি। বুকের চেপে রাখা বোবাকান্না হৃদয়ের রক্তক্ষরণ যা আমি কখনও আমার নিজের সাথে শেয়ার করিনি। কারণ পৃথিবীতে মানুষ অন্যকে কাঁদাতে জানে হাসাতে নয়। আর বর্তমানে নিজের ছায়াও নিজের সাথে বেইমানি করে। আমার বাংলা ব্লগ একটা উন্মুক্ত প্লাটফর্ম হয়তো কখনো শেয়ার করতেও পারি। যাইহোক নিজে কখনো ভেঙে পড়বেন না নিজের কে শক্ত হয়ে দাঁড়াতে হবে। এবং কি সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং নিজেকে সফল হতে হবে। যাদের কারণে হৃদয়ের রক্তক্ষরণ হয়েছেন তারা যেন দেখে আফসোস করে জেকি করলাম কার সাথে করলাম। আপনি এত কঠিন ভাষায় লিখেছেন সত্যি বুকটা কাপছে চোখের কোনে জল ছল ছল করছে। তবে এটা সত্য পৃথিবীতে যত মানুষ আছে যে যার মত যার কষ্টটা তার কাছেই বেশি। কেউ অনুভব করতে পারে না বুঝতে পারে না। হয়তো কেউ কেউ সহানুভূতি দেখায়। আমি যতোটুকু বুঝতে পেরেছি আপনি কষ্টে কষ্টে পাথর হয়ে গেছেন এরকম বুঝায়। আমাদের সাথে এত সুন্দর করে সবকিছু ভাগাভাগি করে নেওয়ার জন্য ভালোবাসা অবিরাম আপু।

Sort:  
 3 years ago 

যারা লেখালেখি করতে পছন্দ করে তারা তাদের কল্পনার রাজ্যে হারিয়ে গিয়ে নিজের এবং অন্যের মনের কথাগুলো তুলে ধরার চেষ্টা করে। আমি শুধুমাত্র যে আমার মনের কথাগুলো তুলে ধরেছি এমনটা নয় আমাদের সমাজে হাজার হাজার মানুষের মনের কথা তুলে ধরার চেষ্টা করেছি। আমার লেখা আপনাদের ভাল লেগেছে এটা জেনে ভালো লাগলো। ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65266.27
ETH 2639.14
USDT 1.00
SBD 2.84