RE: হুট করে নানী শ্বাশুড়ির বাড়িতে || @shy-fox 10% beneficiary
হ্যাঁ ভাইয়া শুক্রবার দিনটা আমাদের জন্য স্পেশাল। আমরা যারা চাকরি করি আমরা চিন্তা করি শুক্রবার একটু ঘুমাব রেস্ট করব। কিন্তু এমন সময় যদি কোন আত্মীয় স্বজনের কোন খোঁজখবর আসে বা যেকোনো ধরনের সমস্যা হয় বাধ্য হয়ে যেতেই হয়। যত সমস্যা থাকুক পরিবার এবং আত্মীয়-স্বজনের মন রক্ষার্থে হলেও যেতে হয়। যেহেতু ভাবির কলেজ জীবনটা নানাবাড়িতে কেটেছে ভাবির আন্তরিকতা নানাবাড়ির প্রতি একটু বেশি। আপনি বিভিন্ন ঝামেলায় ছিলেন গাড়ি ঠিক করা নিয়ে খুব টেনশন ফিল করেছেন। যাওয়ার পরে সবাই আনন্দ অনুভব করছে আপনিও। তবে আমার কাছে একটু সন্দেহ লাগছে, আপনি বিয়ের ব্যাপারটা আগে থেকে জানতেন এ কারণে সকালবেলা খেয়ে বাসা থেকে বের হননি, এ কারণে বিয়ে বাড়িতে যাওয়ার সাথে সাথে খেতে বসে গেছেন,হাহাহা। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেন। আজকে আমি আর বেশি কিছু বলবো না। আগামী পর্বে ফটোগ্রাফি গুলা দেখার অপেক্ষায় রইলাম। আপনার জন্য ভালোবাসা অবিরাম।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।