You are viewing a single comment's thread from:

RE: 'বেঁচে থাকার মতো বাঁচুন' [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago

আপু আপনি কথাগুলো অনেক গভীর থেকে বলেছেন। যেখানে ফুটে এসেছে একজন নিরীহ নারীর আর্তনাদের করুন গল্প। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন চলার পথে হাজার মানুষ হাজার রকম ভাবে জানবে। তাই বলে নিজেকে থামিয়ে রাখতে নেই। বাঁচতে হলে নিজেকে বাঁচার মত বাঁচতে হবে। বর্তমানে মানুষ উপকারের চাইতে অপকার টাই বেশি চিন্তা করে। সেটা পুরুষ হোক কিংবা মেয়ে। উপকার করার জন্য খুব কম মানুষ পাওয়া যায়। যে বিপদের সময় পাশে এসে দাঁড়াবে, কিন্তু না মানুষ এখন চায় কিভাবে আপনাকে গর্তে ফেলবে। আপনি আরো একটা কথা 100% সত্যি বলেছেন যে যাকে ভালোবাসে সে যতই খারাপ হোক তাকে ভালবেসে যায়। আর যে আপনাকে খারাপ ভাববে আপনার পিছনে কটু কথা বলবে তার সাথে আপনি যত ভালোভাবে চলুন যত ভালো কিছু করুন সেই আপনার মন্দটাই দেখবে সে কখনো ভালো হবে না।

একটা প্রবাদ আছে।
কয়লা ধুলে, ময়লা যায় না>>

হ্যাঁ আপু আপনি আরও একটি কথা বলেছিলেন যে ভালোবেসে নিজের অজান্তে নিজের ভালোর দিক ভালো গুণগুলো বের করে নিয়ে আসে তাকে কখনো ভুলতে নেই। তার উপকারের কথা স্মরণ রাখা সবচেয়ে উত্তম। এবং যে শক্ত করে হাত ধরে তার হাত ছাড়তে নেই। যত ঝড় তুফান আসুক আর তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করার সবচেয়ে উত্তম। আমাদের সাথে অনেক সুন্দর শিক্ষনীয় একটি পোস্ট আপনি শেয়ার করেছেন আপনার জন্য ভালোবাসা অবিরাম আপু।

Sort:  
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.21
JST 0.035
BTC 91999.86
ETH 3131.58
USDT 1.00
SBD 3.08