'বেঁচে থাকার মতো বাঁচুন' [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

যেহেতু বেঁচে আছি,

আমাদের সকলকে অনেক রকমের পরিস্থিতি অতিক্রম করতে হয়। কিন্তু হতাশ হলে চলবে না। সেসব থেকে কাটিয়ে উঠতে হবে এবং নিজেকে মোটিভেট করে মানসিক ভাবে সুস্থ থাকতে হবে। তবেই বেঁচে থাকার মতো বাঁচতে পারবেন। মনে রাখবেন, নিজেকে যদি মোটিভেট করে এগিয়ে যেতে না পারেন তবে কেউ আপনাকে ডিপ্রেশন, হতাশা থেকে বের করতে পারবেন না।


আপনার সাথে দেখা হওয়া প্রতিটি ব্যক্তির ভূমিকা গুলো এমনঃ- কিছু আপনাকে সাফল্যের দিকে উন্নীত করবে, কেউ কেউ আপনাকে ভালোবাসবে, কেউ কেউ আপনাকে পরীক্ষা করবে, কেউ আপনাকে ব্যবহারও করবে, কেউ আপনাকে নিচুতে নামিয়ে আনবে, কেউ কেউ আপনাকে একটি অবিস্মরণীয় পাঠ শেখাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা যারা আপনার মধ্যে সেরাটি বের করে আনবে। যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে তাদের লালন করুন এবং যারা করেন না তাদের থেকে দূরে চলে যান।


20211123_215139.jpg

লিংকএখানে

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আপনার কথার ব্যাখ্যা করবেন না সবার কাছে। আপনার অবস্থান স্পষ্ট করার চেষ্টা করবেন না, আপনার স্বতঃস্ফূর্ততা ত্যাগ করবেন না সর্বদা আপনার বিবেককে সন্তুষ্ট করে তাই করুন। আপনার প্রতি অন্যের দৃষ্টিভঙ্গি সংশোধন করার চেষ্টা করবেন না। যারা আপনার উদ্দেশ্য এবং আপনার কথার ব্যাখ্যা করার চেষ্টা করে তাদের সম্পর্কে চিন্তা করবেন না, যে আপনার সম্পর্কে ভালো ভাবে সে সবসময় তাই মনে করবে এবং যে আপনাকে খারাপ দেখে সে কখনই তার মতামত পরিবর্তন করবে না আপনি যাই করুন না কেন। কিছু মানুষ তাদের হৃদয় দিয়ে দেখে, আপনি যতই খারাপ হোন না কেন তারা আপনাকে ভালবাসে। আবার আপনি যতই ভালো হোন না কেন কিছু মানুষ আপনাকে ঘৃণা করে। তাই নিজে ভালো থাকুন এবং পরিষ্কারভাবে জীবন উপভোগ করুন।

20211123_215332.jpg

লিংকএখানে

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আপনি কি জানেন যে হৃদয়ের এই কর্ড গুলি গভীর হৃদয়বিদারক বা দুঃখের সময় ছিঁড়ে যায়? জীবনকে এর মধুর এবং তিক্ত মুহূর্তগুলির সাথে গ্রহণ করুন এবং ভালোবাসুন। মেনে নিবেন যে কিছু আমাদের ভাগ্যের অংশ, সেগুলি বেঁচে থাকা ছাড়া আমাদের কোন বিকল্প নেই। নিছক কাকতালীয়ভাবে আমাদের জীবনে কিছুই ঘটে না। সবকিছু আমাদের একটি পাঠ শেখানোর কারণে ঘটে। কখনও কখনও, আমাদের চারপাশের লোকদের আসল মুখ উন্মোচন করার জন্য আমাদের কষ্টের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। সব মানুষ আপনাকে রোদের নিচে ভালোবাসবে, কিন্তু যে ঝড়ের নিচে আপনার হাত ধরে রাখে সে আপনার ভালোবাসা ও মূল্যবান। শেষ পর্যন্ত, সব পাস হবে ...

সবসময় আপনার হৃদয়টি
আশাবাদে হাসুক,
যতদিন আকাশের কান আছে
আশার শিখা সর্বদা আপনার হৃদয়ে জ্বলে থাকুক।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

★সমাপ্ত★

"ধন্যবাদ সময় নিয়ে আমার গল্পটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং একে অপরকে ভালো থাকতে সাহায্য করবেন"।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

banner-abb23.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

লিংকএখানে

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

20211101_235404.jpg

কোটেশনঃ- "যদি ১০০ জন ক্ষুধার্তকে না খাওয়াতে পারো তবে অন্তত ১জন ক্ষুধার্তকে খাওয়ানোর চেস্টা করো"।


"আমি জান্নাতুল ফেরদৌস বৃস্টি, ইংরেজি ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারের একজন ইউনিভার্সিটির ছাত্রী। আমি মোটিভেশনাল আর্টিকেল, গল্প, ড্রইং এবং গভীর চিন্তার বিষয় গুলো লিখতে ভালবাসি। পাশাপাশি আমি একজন শিক্ষিকা এবং প্রাইভেট টিউটর।"

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Sort:  
 3 years ago 

আপু আপনি কথাগুলো অনেক গভীর থেকে বলেছেন। যেখানে ফুটে এসেছে একজন নিরীহ নারীর আর্তনাদের করুন গল্প। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন চলার পথে হাজার মানুষ হাজার রকম ভাবে জানবে। তাই বলে নিজেকে থামিয়ে রাখতে নেই। বাঁচতে হলে নিজেকে বাঁচার মত বাঁচতে হবে। বর্তমানে মানুষ উপকারের চাইতে অপকার টাই বেশি চিন্তা করে। সেটা পুরুষ হোক কিংবা মেয়ে। উপকার করার জন্য খুব কম মানুষ পাওয়া যায়। যে বিপদের সময় পাশে এসে দাঁড়াবে, কিন্তু না মানুষ এখন চায় কিভাবে আপনাকে গর্তে ফেলবে। আপনি আরো একটা কথা 100% সত্যি বলেছেন যে যাকে ভালোবাসে সে যতই খারাপ হোক তাকে ভালবেসে যায়। আর যে আপনাকে খারাপ ভাববে আপনার পিছনে কটু কথা বলবে তার সাথে আপনি যত ভালোভাবে চলুন যত ভালো কিছু করুন সেই আপনার মন্দটাই দেখবে সে কখনো ভালো হবে না।

একটা প্রবাদ আছে।
কয়লা ধুলে, ময়লা যায় না>>

হ্যাঁ আপু আপনি আরও একটি কথা বলেছিলেন যে ভালোবেসে নিজের অজান্তে নিজের ভালোর দিক ভালো গুণগুলো বের করে নিয়ে আসে তাকে কখনো ভুলতে নেই। তার উপকারের কথা স্মরণ রাখা সবচেয়ে উত্তম। এবং যে শক্ত করে হাত ধরে তার হাত ছাড়তে নেই। যত ঝড় তুফান আসুক আর তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করার সবচেয়ে উত্তম। আমাদের সাথে অনেক সুন্দর শিক্ষনীয় একটি পোস্ট আপনি শেয়ার করেছেন আপনার জন্য ভালোবাসা অবিরাম আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার এই কথাটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আসলে বিপদে পরলেই আসল ভালো মানুষকে চেনা যায়। যখন আমাদের সুখের সময় থাকে তখন সবাই আমাদেরকে ভালবাসবে, যেমনটা আপনি বলেছেন যে রোদের নিচে ভালবাসবে। কিন্তু দুঃখের সময় বেশিরভাগ মানুষই হাত ছেড়ে চলে যায়। আপনার আজকের লেখাটা খুব ভালো লেগেছে আপু।

 3 years ago 

আপু মনি আপনার সুন্দর মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু অনেক সুন্দর লিখেছেন।আপনার যত গুলো পোস্ট পড়েছি তার মধ্যে আজকের পোস্ট থেকে সব থেকে বেশি মোটিভেশন পেলাম।প্রতিটি কথা হৃদয় ছুঁয়ে গেছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার সাথে দেখা হওয়া প্রতিটি ব্যক্তির ভূমিকা গুলো এমনঃ- কিছু আপনাকে সাফল্যের দিকে উন্নীত করবে, কেউ কেউ আপনাকে ভালোবাসবে, কেউ কেউ আপনাকে পরীক্ষা করবে, কেউ আপনাকে ব্যবহারও করবে, কেউ আপনাকে নিচুতে নামিয়ে আনবে, কেউ কেউ আপনাকে একটি অবিস্মরণীয় পাঠ শেখাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা যারা আপনার মধ্যে সেরাটি বের করে আনবে। যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে তাদের লালন করুন এবং যারা করেন না তাদের থেকে দূরে চলে যান।

আপনার এই কথাটি অসাধারণ লেগেছে আপু। খুব সুন্দর একটি অনুপ্রেরণা মূলক পোস্ট করেছেন। যেকোনো হতাশাগ্রস্ত ব্যক্তি আপনার এই পোস্টটি পড়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার লেখা গুলো প্রতিটি বাস্তবতার সাথে মিলে যায়। সত্যি আমরা যদি আমাদের মনোবল কে দৃঢ় করতে না পাড়ি তাহলে আমরা কোন কিছুতেই এগুতে পারবো না। বিশেষ করে নিজেকে প্রতিকূল অবস্থায় শক্ত করে মনোবল দৃঢ় করে এগিয়ে যেতে পারলেই সফলতা আসবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি জীবন মূখী আর্টিকেল লেখার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

একটা কথা বলেছেন"আপনি যতই ভালো হন না কেন কিছু লোক আপনাকে ঘৃণা করবেই" কথাটি একদম বাস্তব। সমাজে ভালো মন্দ দুই ধরনের লোক বাস করে। কিছু লোক আছে তারা অন্যের ভালো চায়না, আসলে পাছে লোকে কিছু বলে এই ভেবে এগিয়ে যেতে হবে। সুন্দর লেখুনি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপুমণি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রতিটি কথা হৃদয় ছুঁয়ে গেলো ❤️
আপনার একটি কথা আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে সবধরনের পরিস্থিতি মেনে নেয়া, আর নিজেকে বোঝানো এটার হবার ছিল হয়ে গেছে সবকিছু মেনে নেয়া। আমি গত কিছুদিন আগে আমার ছেলের তীব্র অসুস্থতায় ভেঙ্গে পড়েছিলাম আর বেশ কিছু তীক্ত অভিজ্ঞতা অর্জন করে ছিলাম। যাক শেষ পর্যন্ত সবকিছু মেনে নিয়ে এখন উপর ওয়ালার ইচ্ছায় সুন্দর জীবন যাপন করছি। আপনার প্রতিটি উপদেশ মনে থাকবে। যাক শুভ কামনা সবসময়ই রয়েছে ❣️
ভালো থাকবেন 💚

 3 years ago 

জি ভাইয়া এটাই বাস্তব আর বেঁচে থাকার জন্য এমন করে চলতে হবে আমাদের। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57142.47
ETH 2437.81
USDT 1.00
SBD 2.39