You are viewing a single comment's thread from:

RE: গল্পে গল্পে পরিচয় ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, এই ইট পাথরের শহরে ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। শহরের মানুষগুলো অনেকটা রোবটের মত। এদের আচরণ একটু ভিন্ন, সাধারণত আমি যখন শহরে প্রথম এসেছিলাম আমি একটা রাস্তায় দশ জনকে যদি কোন একটা অ্যাড্রেস বা ঠিকানা বলেছি ঐ রাস্তাটা কোন দিকে। ওই দশজন মানুষ না হলেও দশবার ঘুরপাক খাওয়া। কিন্তু সঠিক জায়গায় সঠিক সন্ধান টা কেউ দিতে রাজি নয়, তার মানে আজ পর্যন্ত আমি খুঁজে পেলাম না, এর কারনটা কি। মানুষকে মানুষ নাচাতে ভালোবাসে নাকি মানুষ মানুষকে সহযোগিতা করতে ভালোবাসেন। যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অনেক বিচার-বিশ্লেষণ করে মানুষকে মেপে জোপে তার পরে কথা বলেন সেটা আমি জানি। আপনার অনেক কিছু থেকে আমার এই অর্জন। ছেলেটার বাবা ফল বিক্রেতা কিন্তু ছেলেটা একজন গ্র্যাজুয়েট হওয়ার পরেও তার বাবার কলোর দোকানে বসে বাবাকে বিশ্রামে পাঠিয়েছেন এবং ফলের দোকান কে মডিফাই করার চেষ্টা করছেন। বুঝতেই হবে তার মন-মানসিকতা কত ভালো। এবং সে কত বড় মনের মানুষ হতে পারে। আপনার সাথে কথাবার্তা হল এবং আপনি তার কথাগুলো শুনে কষ্ট পেয়েছেন। তারপরও কিছু করার ছিলনা এবং সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যি ভাইয়া এই শহরে কারো যদি এক টাকা হোক আর দশ টাকা হোক পড়ে যায় কেউ কাউকে ডেকে দিতে বাধ্য নয় যদি না শে মানুষ হয়। আমাদের শহরে চলতে হলে পা ফেলতে হয় হিসাব করে এবং কি পদে পদে বিপদ হয়। আর শহরের মানুষগুলো হচ্ছে বহুরূপী, মানুষদেরকে দেখে কখনো ভালো-মন্দ বিচার করা যায় না। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম ভাইয়া।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57344.91
ETH 3100.39
USDT 1.00
SBD 2.42