You are viewing a single comment's thread from:

RE: "লেখক এর সু লিখনী হোক সমাজ সংস্কারের হাতিয়ার" বন্ধু ক্লাব"১০% বেনিফেসিয়ারি @Shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আপু আপনার কবি আপু এই পাওয়া একদিনের নয়। আপনি তিলে তিলে গড়ে তুলেছেন আপনার মেধা শক্তিকে। এবং মনুষ্যত্বকে কাজে লাগিয়েছেন মানুষ গড়ার অঙ্গীকারবদ্ধ। সত্যিই আপনি অসাধারণ একজন কবি। আর আপনি উচ্চমাধ্যমিক থেকে যে পণ করেছেন এবং সেটা বাস্তবায়ন করে ছেড়েছেন। আপনার মনবল দেখেই অবাক হয়ে যাই একটা মেয়ে কিভাবে পারে অসম্ভবকে সম্ভব করতে। সত্যি আপু মানুষ চাইলে যেকোনো কিছু মানুষের পক্ষে করা সম্ভব। আপনি আপনার কলেজ জীবন থেকে মানুষ গড়ার অঙ্গীকার শুরু করে দিয়েছেন।

লেখকের সু লেখনি হোক সমাজ সংস্কারের হাতিয়ার>>>

আপনার এই স্লোগানটা এই বলে দিচ্ছে যে আপনার ব্যক্তিত্ব কত দূর গড়িয়েছে। আমি মনে করি আপনার আজকের এই অবস্থানে আপনার এই শ্লোগান এই নিয়ে এসেছে। আমাদের সাথে এত সুন্দর একটা শিক্ষনীয় পোস্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য ভালোবাসা অবিরাম অপু।

Sort:  
 3 years ago 

সত্যি আপনাদের ভালোবাসায় আমি এতটাই অভিভূত যে ভাষা হারিয়ে ফেলি কমেন্ট করার জন্য,,,

ছোটবেলা থেকে একটা কথা আমার মাথায় সব সময় নক করে সৃষ্টির সেরা জীব হিসেবে সেরা সেরা কাজগুলো আমাকে করে যেতে হবে।যতটুকু পারা যায়।

আর আমি সবসময় নিজেকে মানুষ ভাবি মানুষ ভেবেই সমাজের ভূমিকা রেখে চলেছি।।

আপনার সুন্দর সুন্দর কমেন্ট আমার
ইচ্ছাশক্তি কে জাগ্রত করে।অনেক অনেক দোয়া ও ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন
পাশেই থাকবেন♥♥

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41